adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হরমনপ্রীতকে ডিএসপি হওয়ার প্রস্তাব পঞ্জাব পুলিশের

HARManস্পাের্টস ডেস্ক : হরভজন সিং-এর পর হরমনপ্রীত সিং৷ পঞ্জাব পুলিশের ডিএসপি হলেন ভারতীয় ক্রিকেটের এই পঞ্জাব তনয়া৷ কিন্তু  ২০১০–১১ সালে পঞ্জাব৷পুলিশের চাকরি চেয়েও প্রত্যাখ্যান হয়েছিলেন ভারতীয় মহিলা দলের এই ক্রিকেটার৷কিন্তু ২৪ জুলাই সোমবার হরমনপ্রীতের জন্য ডিএসপি-র অফার লেটার নিয়ে হাজির পঞ্জাব পুলিশ৷
তাঁর ১৭১ রানের ব্যাটিং দাপটে সেমিফাইনালে খড়কুটোর মতো উড়ে গিয়েছে৷ ছ’বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া৷ ফাইনালে অর্ধশতরান করে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করেছেন কউর৷ রুদ্ধশ্বাস ম্যাচে যদিও শেষ হাসি হাসে ইংল্যান্ড৷এসবের পর নিজেদের ভুল শুধরে নিয়ে হরমনপ্রীতকে পঞ্জাব পুলিসে ডিএসপি পদে চাকরির প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷

বর্তমানে পশ্চিম রেলওয়েজের হয়ে ক্রিকেট খেলেন বছর আঠাশের ডান হাতি ব্যাটসম্যান। পশ্চিম রেলওয়েজের মুম্বই শাখায় চিফ সুপারইনটেনডেন্ট পদে রয়েছেন হরমনপ্রীত৷পুলিশের চাকরিতে যোগ দিতে হলে সেক্ষেত্রে রেলের চাকরিকে বিদায় জানাতে হবে৷ রবিবার ভারত যখন লর্ডসে বিশ্বকাপ ফাইনালে ‘ইংরজে বধ’-এর জন্য লড়াই করছে তখনই হরমনপ্রীতের জন্য ৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী৷এই বার্তা হরমনপ্রীতের বাবাকে দেওয়া হয়৷পাশাপাশি টুইট করে হরমনপ্রীতকে চাকরির প্রস্তাবের কথা জানান মুখ্যমন্ত্রী৷টুইটে তিনি লেখেন,‘হরমনপ্রীতের জন্য আমরা গর্বিত৷আনন্দের সঙ্গে জানাচ্ছি ওঁকে আমরা ডিএসপি পদে নিয়োগ করতে চাই৷’ মেয়ের চাকরির প্রস্তাব দেওয়ায় কউর পরিবার ইতিমধ্যেই পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে প্রচারের আলোয় আসেন হরমনপ্রীত৷ ভারতকে বিশ্বকাপ ফাইনালে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নেন হরমনপ্রীত৷ ১১৫ বলের ইনিংসে ২০টি বাউন্ডারি ও ৭টি ছক্কা মেরে অস্ট্রেলিয়ার বোলাদের তুলধোনা করেন পঞ্জাব কন্যা৷ ২০০৫-এর পর তাঁর ব্যাটেই ভর করেই বিশ্বকাপ ফাইনালে ওঠে ভারত৷সূত্র, কলকাতা২৪

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া