adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দেখে ভাষা হারিয়ে ফেলেছেন ব্রায়ান লারা

স্পোর্টস ডেস্ক : ক্রিকইনফো জানায়, বিধ্বংসী ব্যাটিং লাইনআপ সাজিয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে এভিন লুইস, ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেলদের মতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের নিয়ে গড়া উইন্ডিজের ব্যাটিং লাইনআপ। উত্তরসূরিদের এমন অনাকাঙ্খিত পারফরম্যান্সে ভাষা হারিয়ে ফেলেছেন সে দেশের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা।

শনিবার (২৩ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল উইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে আদিল রশিদ, মঈন আলী, টাইমাল মিলসদের বোলিংয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে উইন্ডিজকে। উইকেট পতনের মিছিলে ১৪ ওভার ২ বলে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেছে ক্যারিবীয়রা।

প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে সামর্থ্য হননি লেন্ডল সিমন্স, লুইস, গেইল, শিমরন হেটমায়ার, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, পোলার্ড ও রাসেলরা। যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ ১৩ রান এসেছে তিনে নামা ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইলের ব্যাট থেকে। বাকিরা কেউ দুই অঙ্ক ছুঁতেই পারেননি। সহজ লক্ষ্য তাড়ায় ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ড সেই লক্ষ্য পেরিয়ে গেছে ৭০ বল বাকি থাকতেই। – ক্রিকফ্রেঞ্জি,

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া