adv
২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিনির দাম আরও কমলো বিশ্ববাজারে

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে চিনির দাম আরও কমেছে। বুধবার (২০ জুন) ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির মূল্য আরেক দফা হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, আইসিইতে আগামী জুলাইয়ের অপরিশোধিত চিনির দর নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩৪ শতাংশ বা ১ দশমিক ৩ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২৫ দশমিক ৮৮ সেন্ট। আগের কার্যদিবসে (মঙ্গলবার) যা ছিল ২৬ দশমিক ২২ সেন্ট।

একই কার্যদিবসে আসছে আগস্টে সাদা চিনির দরপতন ঘটেছে ৭ ডলার ৮০ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ। টনপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৬৯৩ ডলার ৪০ সেন্টে।

ডিলাররা বলছেন, ব্রাজিলের মধ্য-দক্ষিণ অঞ্চলে সঠিকভাবে আখ সংগ্রহ করা যাচ্ছে। এতে চিনির দাম কমেছে।

দেশটির আখ উৎপাদন অঞ্চলে আগামী ৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। ফলে নির্বিঘ্নে ফসলটি কাটা যাচ্ছে।

বিশ্বের সর্ববৃহৎ সুগার ও ইথানল কোম্পানি কপারসুকার জানিয়েছে, ২০২৩-২৪ মৌসুমে আগের তুলনায় তাদের চিনি বিক্রি বাড়বে ২৭ শতাংশ। কারণ, ভোগ্যপণ্যটি উৎপাদনের জন্য উচ্চ কাঁচামালের বরাদ্দ পাওয়া যাচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া