adv
২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে গেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নারী ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিলো বাংলাদেশ। বুধবার শিরোপা জয়ের লক্ষ্যে ভারতের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিলো লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ব্যাটিং ব্যর্থতায় শিরোপার কাছে গিয়েও হতাশা নিয়ে ফিরতে হয়েছে বাংলাদেশের মেয়েদের।

টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ১২৮ রানের লক্ষ্য দেয় ভারত। জবাবে ব্যাটে নেমে ৯৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ৩১ রানে শিরোপা জিতেছে ভারত। ৩১ রানে জয় পাওয়া ভারতের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন শ্রেয়াঙ্কা পাতিল।

এদিন বৃষ্টিতে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালও মাঝপথে ভেসে যাওয়ার শঙ্কা জেগেছিল। বৃষ্টি থামলেও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় থামানো যায়নি। নির্ধারিত ওভার শেষ হওয়ার ৪ বল আগেই গুটিয়ে গেছে লতা ম-লের দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৭ রান নাহিদা আক্তার এবং ১৬ রান করেছেন সোবহানা মোস্তারি।

এর আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার-প্লে এর শেষ ওভারে দলীয় ২৮ রানে অধিনায়ক শ্বেতা শেহরাবাতকে (১৩) ফিরিয়ে দারুণ শুরু এনে দেন নাহিদা আক্তার। এক ওভার বিরতি দিয়ে আরেক ওপেনার উ ছেত্রী (২২) রাবেয়া খাতুনের কাছে বোল্ড।

গঙ্গাদি তৃষা (৪) সুবিধা করতে না পারলেও একপ্রান্ত আগলে রেখে দিনেশ ভ্রিন্দার সঙ্গে ভারতের পক্ষে সর্বোচ্চ ২৭ রানের জুটি গড়েন। সুলতানা খাতুন টানা দুই ওভারে এই দুই ব্যাটারকে ফেরান। ভ্রিন্দা ইনিংস সেরা ৩৬ রানে থামেন। ১৪ রানের ব্যবধানে ভারতের চার উইকেট তুলে নিয়ে বাংলাদেশ ম্যাচে ফেরে। তবে কণিকা আহুজার অপরাজিত ৩০ রানে ভর করে ১২৭ রানের লড়াকু পুঁজি পায় ভারত।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া