adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ – ভারত সম্পর্কের নয়া দিগন্ত

Haডেস্ক রিপোর্ট : বাংলাদেশ-ভারত সম্পর্কে এক নয়া দিগন্ত উন্মোচন হয়েছে। চুয়াত্তরের সীমান্ত চুক্তির সুরাহার পর বাংলাদেশ সফরকে এক ঐতিহাসিক মুহূর্ত মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, ভারতের সংসদে সর্বসম্মতভাবে সীমান্ত চুক্তির অনুমোদন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তাঁর দেশের ঐকমত্যের প্রতিফলন।

 সীমান্ত সমস্যার সমাধানের ফলে দুই দেশের সীমান্ত আরও নিরাপদ হবে। সেখানকার জনগণের জীবনকে অনেক স্থিতিশীল করে তুলবে। সীমান্ত চুক্তির অনুসমর্থনের দলিল হস্তান্তর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠকের পর  শনিবার সন্ধ্যায় দেওয়া বক্তব্যে নরেন্দ্র মোদি এ মন্তব্য করেন।

এই সম্পর্ককে আরো সামনের দিকে এগিয়ে নিতে দুই দেশের প্রধানমন্ত্রীই দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেছেন।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রথম দিনে অন্তত ২২টি চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক সই এবং এই সংক্রান্ত নথি বিনিময় হয়েছে।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে এ সব চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক সই এবং এই সংক্রান্ত নথি বিনিময় হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে দুদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সব চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক সই করেন।

সই ও বিনিময় হওয়া চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারকসমূহ নিম্নে দেয়া হলো-
এক. ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তি এবং এ সংক্রান্ত ২০১১ সালের প্রটোকল অনুমোদনের দলিল বিনিময়।

দুই. ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তি এবং এ সংক্রান্ত ২০১১ সালের প্রটোকল বাস্তবায়নের সম্মতিপত্র বিনিময়।

তিন. দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (নবায়ন)।

চার. বাংলাদেশ ও ভারতের মধ্যে উপকূলীয় নৌ চলাচল চুক্তি।

পাঁচ. অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও বাণিজ্য প্রটোকল (নবায়ন)।

ছয়. পণ্যের মান নির্ধারণে সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের বিএসটিআই এবং ভারতের বিআইস’র মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি।

সাত. ঢাকা-শিলং-গোহাটি রুটে বাস চলাচল চুক্তি এবং এ সংক্রান্ত প্রটোকল।

আট. কলকাতা-ঢাকা-আগরতলা বাস চলাচল চুক্তি এবং এ সংক্রান্ত প্রটোকল।

নয়. দুদেশের উপকূলরক্ষীদের (কোস্ট গার্ডস) মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক।

দশ. মানব পাচার রোধে সমঝোতা স্মারক।

এগার. চোরাচালান এবং জালটাকা ছড়ানো প্রতিরোধে সমঝোতা স্মারক।

বার. বাংলাদেশ সরকারকে ভারত সককারের নতুন করে ২ বিলিয়ন মার্কিন ডলার তথা প্রায় সাড়ে ১৫ হাজার কোটি টাকার ঋণ প্রদানের বিষয়ে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক।

তের. বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে ব্লু -ইকোনমি এবং মেরিটাইম সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক।

চৌদ্দ. বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ভারতের ব্যবহার বিষয়ে সমঝোতা স্মারক।

পনের. সার্কে ভারতের জলবায়ু পরিবর্তন সহযোগিতা- আইইসিসি’র অধীনে একটি প্রকল্প বিষয়ে সমঝোতা স্মারক।

ষোল. ভারতের জন্য (মংলা ও ভেড়ামারায়) বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সংক্রান্ত সমঝোতা স্মারক।

সতের. তিন বছর মেয়াদে ২০১৫-২০১৭ সাল নাগাদ সাস্কৃতিক বিনিময় কর্মসূচি।

আঠার. বাংলাদেশ-ভারত শিক্ষা সহযোগিতা বিষয়ে ইচ্ছাপত্র।

ঊনিশ. ভারতের আখাউড়ায় ইন্টারনেটের জন্য আন্তর্জাতিক ব্যান্ডউইথ লিজ নেয়ার জন্য বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) সঙ্গে ভারত সঞ্চার নিগাম লিমিটেডের (বিএসএনএল) চুক্তি।

বিশ. বঙ্গোপসাগরে যৌথ গবেষণা এবং সমুদ্রবিজ্ঞান বিষয়ে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্স-এর মধ্যে সমঝোতা স্মারক।

একুশ. বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক।

বাইশ. বাংলাদেশে কার্যক্রম শুরু করতে ভারতের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে (এলআইসি) বাংলাদেশের ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) কর্তৃক সম্মতিপত্র প্রদান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া