adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবারো বিশ্বকাপ বাছাইয়ে থাকছে না ডিআরএস সিস্টেম

স্পোর্টস ডেস্ক: রানআউট পর্যবেক্ষণের জন্য তৃতীয় আম্পায়ার ব্যবস্থা থাকবে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
আগামী জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। ওই টুর্নামেন্টের ফাইনালে ওঠা দুটি দল জায়গা পাবে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় ভারত মূল আসরে।

জিম্বাবুয়েতে হওয়া ২০১৯ বিশ্বকাপের বাছাই টুর্নামেন্টেও ছিল না ডিআরএস। ২০১৮ সালের মার্চে মাঠে গড়ানো ওই প্রতিযোগিতায় ৩৪ ম্যাচের কেবল ১০টিতে ছিল তৃতীয় আম্পায়ারের ব্যবস্থা, যে ম্যাচগুলো সম্প্রচার করা হয়েছিল।
 ২০২৩ সালের বাছাই টুর্নামেন্টের সব ম্যাচেই থাকবে তৃতীয় আম্পায়ার। তবে আলট্রাএজ কিংবা বল-ট্র্যাকিংয়ের মতো রিভিউয়ের কোনো প্রযুক্তি থাকবে না। বাছাইপর্ব খেলে ২০১৯ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। কিন্তু ডিআরএস ব্যবস্থা না থাকায় বাছাইয়ের ওই টুর্নামেন্টে আম্পায়ারদের কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক।

১০ দল নিয়ে হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। স্বাগতিক ভারতসহ সুপার লিগের শীর্ষ ৮ দল সরাসরি জায়গা করে নেবে টুর্নামেন্টে। এরই মধ্যে ৭টি দল পেয়ে গেছে টিকেট। দক্ষিণ আফ্রিকাও সেখানে দিয়ে রেখেছে এক পা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ একটি জিতলেই তারা সরাসরি চলে যাবে মূল পর্বে।
আইসিসি এরই মধ্যে ঘোষণা করেছে, আগামী ২০২৭ ও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে ১৪ দলের।

২০০৯ সালে ডিআরএস চালু করেছিল আইসিসি। বিশ্বকাপ আসর বাদে সিরিজ খেলার ক্ষেত্রে স্বাগতিক দলগুলোকে এর জন্য করতে হয় অর্থায়ন। তাই সব দেশকে ডিআরএস ব্যবহার করতে দেখা যায় না। ২০১১ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপে ব্যবহৃত হচ্ছে এই প্রযুক্তি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া