adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পানামা ও সুরিনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা বিশ্বকাপের সোনালি শিরোপা ঘরে তোলে লিওনেল মেসির হাত ধরেএ। সেই সঙ্গে সমাপ্তি ঘটে ৩৬ বছরের শিরোপা ঘরে না তোলার আক্ষেপ।

এবার দুটি প্রীতি ম্যাচ খেলার কথা জানিয়েছিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। এতোদিন সেই দুই প্রীতি ম্যাচের প্রতিপক্ষ কে হবে তা জানা না গেলেও এবার জানা গেছে তাদের নাম। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে আগামী মার্চের শেষ দিকে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে যেখানে প্রতিপক্ষ হলো পানামা ও সুরিনাম। ম্যাচগুলো যথাক্রমে ২৩ মার্চ ও ২৬-২৮ মার্চের মধ্যে একটি সময়ে অনুষ্ঠিত হবে। চ্যানেল২৪
বছর জেতার পর মাঠে নামেনি আর্জেন্টিনা জাতীয় দল। ফলে মাঠে সমর্থকদের সঙ্গে শিরোপা উৎসবের আনন্দ ভাগাভাগি করা হয়নি আলবিসেলেস্তেদের।

বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির দল ২৩ মার্চ প্রথম ম্যাচে খেলতে নামবে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৬১তম স্থানে থাকা দল পানামার বিপক্ষে। এই ম্যাচেই সমর্থকদের সামনে বিশ্বকাপের শিরোপা প্রদর্শন করার কথা রয়েছে মেসিদের।
আর দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা রয়েছে ২৬ অথবা ২৮ মার্চ। যেখানে তাদের প্রতিপক্ষ ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৩৯তম স্থানে থাকা দল সুরিনাম।

এ ম্যাচ দুটির ভেন্যু হিসেবে দুটি আলাদা নাম শোনা যাচ্ছে। পানার বিপক্ষে ম্যাচের ভেন্যু হিসেবে রিভার প্লেটের মাঠ স্ত্যাদিও দ্য মনুমেন্তালে আর সুরিনামের বিপক্ষে ম্যাচটির ভেন্যু হিসেবে কর্দোভার মারিও আলবের্তো কেম্বেসের নাম শোনা যাচ্ছে। এছাড়া বুয়েন্স এইরেসের নামও আছে সম্ভাব্য ভেন্যুর তালিকায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া