adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গুলশানে বহুতল ভবনে আগুন, ১ জনের মৃত্যু, ২২ জনকে উদ্ধার- ৪ ঘণ্টা পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান-২ এলাকার বহুতল আবাসিক ভবনে লাগা ভয়াবহ আগুন ৪ ঘণ্টা পর অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। আর উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনী, বিমান বাহিনীও।

এখন পর্যন্ত ১ শিশু, ১২ জন নারী ও ৯ জন পুরুষসহ মোট ২২ জনকে উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ভবনটিতে আগুন লাগে।

ঘটনার খবর পেয়েই দূর্ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজের তদারকি করেন তিনি। সেখানে ছুটে যান স্বাস্থ্যমন্ত্রীও।

ব্রিফিংয়ে মেয়র আতিক সাংবাদিকদের বলেন, এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আর আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেয়ার বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

আগুন লাগার পর ভবনটিতে অনেকেই আটকা পড়েন। এরমধ্যে অনেকেই আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেতে ভবনের ছাদে আশ্রয় নেন। আবার আতঙ্কে কয়েকজন লাফিয়ে পড়ে আহন হন। এরমধ্যে মারা যাওয়া ব্যক্তিটিও (বয়স ৩০) ভবন থেকে লাফিয়ে পড়েন। তার নাম-পরিচয় পাওয়া যায়নি এখনও। নিহতের মরদেহ ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

মেয়র আতিক ব্রিফিংয়ে উল্লেখ করেন, ভবন থেকে লাফ দিতে মানা করলেও অনেকে লাফিয়ে পড়েন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সাততলায় আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া