adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফির সেই ভক্ত ও নিউজিল্যান্ডের ‘স্ট্রিকার’

Streaker_স্পোর্টস ডেস্ক : গত বছরের শেষের দিকের ঘটনা। আফগানিস্তানের বিপক্ষে ঢাকার মিরপুরে চলছে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ। সেই ম্যাচে এক ভক্ত মাঠে ঢুকে পড়ে বড় হই চই ফেলেছিলেন। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দিকে ছুটে গিয়েছিলেন। মাশরাফি তাকে জড়িয়ে ধরে নিরাপদে মাঠ ছাড়ার ব্যবস্থাও করে দিয়েছিলেন। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ চলার সময় ঢাকার মাঠের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুব প্রশ্ন উঠেছিল। এরকম দর্শকের মাঠে ঢুকে পড়া অবশ্য বাংলাদেশের মাঠে নতুন হলেও বিশ্ব ক্রীড়ায় নিয়মিত ঘটনা। অন্যান্য দেশের পাগল ভক্তরা আরেক কাঠি সরেস। তারা মাঠে ঢুকে পড়ে বেশির ভাগ সময় কোনো পোষাক আষাক না পড়েই। এদের বলা হয় ‘স্ট্রিকার’। তেমন ঘটনা ৩০ জানুয়ারি সোমবার যেমন অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে চলাকালে হলো।

Mashrafeএখন আপনার মনে পশ্ন জাগতে পারে, এই নগ্নভক্ত স্ট্রিকারের কি শাস্তি হলো? নিউজিল্যান্ড টেলিভিশন জানাচ্ছে, মাঠের ভেতর নগ্ন হয়ে দৌড় দিয়ে খেলার ছন্দ ভঙ্গ করা দর্শকের আসলে কোনো শাস্তি হচ্ছে না। ২৪ বছরের এই ভক্তের কাজটাকে ‘নির্দোষ মজা’ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। পুলিশ মাঠ থেকে নিয়ে যায় তাকে। আর পুলিশি ব্যবস্থা মানে সর্বোচ্চ ৫ হাজার ডলার জরিমানা। কিন্তু সেটাও হচ্ছে না। তাকে সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে।
নিউজিল্যান্ডের মতো দেশে এমনটাই হয়ে থাকে। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডেও ঘটনাটা খুব বড় করে দেখা হয় না। হয়তো মাঠে নিষেধাজ্ঞার মতো কিছু ঘটনা ঘটে। সেটা বেশির ভাগ সময় সাময়ীক। দর্শকরা বিষয়টায় মজা পায়। এমন স্ট্রিকারদের অনেকে আবার রাতারাতি সেলিব্রেটি বনে যান। নিউজিল্যান্ডের এই ভক্তের ব্যাপারে কি ঘটবে তা সময় বলে দেবে। নিউজিল্যান্ডের সাবেক খেলোয়াড় ডিওন ন্যাশ এই ভক্তের পক্ষ নিয়ে বলেছেন, এটা নির্দোষ মজা। ভক্তকে মাঠে নিষিদ্ধ করা হলে তা ঠিক হবে না।
কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের ঘটনার সাথে কি এটাকে মেলানো যায়? এখানেও দর্শক নির্দোষ ভালোবাসার টানে মাশরাফির কাছে ছুটে যেতে চেয়েছিলেন। এরপরই ইংল্যান্ডের বাংলাদেশ সফর ছিল বলে স্পর্শকাতর নিরাপত্তা ইস্যুতে আলোচনার ঝড় ওঠে। এর সাথে এটাও ঠিক, অন্য দেশের সংস্কৃতি-সমাজ ব্যবস্থা-নিরাপত্তার সাথে বাংলাদেশের মেলে না। সুতরাং, বাংলাদেশের মাঠে নিশ্চয় স্বাগত জানানো যায় না স্ট্রিকারদের। -পরিবর্তন ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া