adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় বিষাক্ত মদপানে তিন জনের মৃত্যু, আশঙ্কাজনক আরও ৫

132339_1_113694ডেস্ক রিপোর্ট : নওগাঁর বদলগাছী উপজেলার এনাতেপুর গ্রামে বনভোজনের খাওয়া-দাওয়া শেষে মদ পানে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৭জন অসুস্থ্ হয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। অসুস্থদের উদ্ধার রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- বদলগাছী উপজেলার বদলগাছী উপজেলার এনাতেপুর গ্রামে কুরানার ছেলে সোলায়মান আলী (৫০), নওগাঁ সদর উপজেলার নূরপুর গ্রামের পুকরা মণ্ডলের ছেলে হোসেন আলী (৩২) ও লখাই মণ্ডলের ছেলে আব্দুল মজিদ (৩৭)।

অসুস্থরা হলেন- এনাতেপুর গ্রামে মো. সুজন, সুমন মণ্ডল, উজ্জল হোসেন, মোসলিম উদ্দিন, সোহেল রানাসহ ৫ জন।

বদলগাছী থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বদলগাছী উপজেলার এনাতেপুর গ্রামে শুক্রবার দিবাগত রাতে ১০জন মিলে বনভোজনের আয়োজন করেন। খাওয়া শেষে মদ পান করে সবাই অসুস্থ হয়ে পরেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা অসুস্থদের উদ্ধার করে নওগাঁ সদর, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান আলী ও হোসেন আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল মজিদ মারা যান। অসুস্থদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতদের লাশ উদ্ধার করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া