adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রেফারি কমিটির কর্মকর্তাকে অর্থ প্রদানের অভিযোগ বার্সেলোনার বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক: ইতালিয়ান ক্লাব জুভেন্টাস দলবদলের আর্থিক বিবরণীতে মিথ্যাচার করায় ১৫ পয়েন্ট জরিমানা গুণতে হয়েছিলো। এবার একই ধরনের শাস্তি চোখ রাঙাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকেও। কাতালোনিয়ান ক্লাবটির বিপক্ষে নতুন অনিয়মের অভিযোগ উঠেছে। রেফারিকে আর্থিক সহায়তা দিয়ে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেবার মতো গুরুতর অভিযোগ উঠেছে ক্লাবটির বিরুদ্ধে। খবর স্প্যানিশ গণমাধ্যম কাদেনা সেরের।

অভিযোগ প্রামাণিত হলে বড় শাস্তির মুখে পড়তে পারে বার্সেলোনাকে। কাতালান ক্লাবটির বিরুদ্ধে অভিযোগ, জোসেফ মারিয়া বার্তেমেউ সভাপতি থাকাকালে, স্প্যানিশ লা লিগার রেফারিদের টেকনিক্যাল কমিটির সহ-সভাপতি জোসে নেগ্রেইরাকে ১.৪ মিলিয়ন ইউরো দিয়েছে বার্সেলোনা।

গত বুধবার মিডিয়া কাদেনা সের জানিয়েছে, ২০১৬-২০১৮ সাল পর্যন্ত তিন বছর ধরে ওই অর্থ প্রদান করে বার্সা। যে কোম্পানিকে তারা অর্থ দিয়েছিল সেটার নাম ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ। প্রতিষ্ঠানটি ৭৭ বছর বয়সী নেগ্রেইরার। তিনি ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২৪ বছর ছিলেন রেফারিদের টেকনিক্যাল কমিটির সহ-সভাপতি। ২০১৮ সালের জুনে ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’কে অর্থ প্রদান বন্ধ করে দেয় কাতালানরা। সে সময় নেগ্রেইরাকে রেফারি কমিটি থেকে বিদায় নেন বলে জানা গেছে।
এসইআর কাতালোনিয়া রেডিওর এক অনুষ্ঠানে বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট জোজেফ মারিয়া বার্তোমেউ বলেন, ২০১৮ সাল পর্যন্ত ‘অবিরত’ অর্থ প্রদান করা হয়েছিল। তবে, ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট হুয়ান গাসপার্তে বলেন, এসব অর্থপ্রদানের কোনো রেকর্ড নেই। নেগ্রেইরাকে তখন কেনো এতো অর্থ দেয়া হয়েছিল এক বিবৃতিতে সেটির ব্যাখ্যা দিয়েছে বার্সেলোনা।
বার্সা বলছে, বার্সেলোনা অতীতে বাইরের একজন টেকনিক্যাল পরামর্শকের সেবা নিয়েছিল, যিনি ভিডিও বার্তার মাধ্যমে স্পেনের নিচের স্তরের খেলোয়াড়দের নিয়ে ক্লাবের টেকনিক্যাল পরিচালকের কাছে টেকনিক্যাল প্রতিবেদন পাঠাতেন। পেশাদার ক্লাবগুলোর জন্য যা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। সম্পাদনা: এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া