adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রুবেলকে জড়িয়ে ধরে কাঁদতে চাই : হ্যাপী

RUBELবিনোদন রিপোর্র্ট : ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বহু কেলেংকারি ঘটানোর পরও জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে ভুলতে পারেননি বিতর্কিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী। বিভিন্ন সময়ে রুবেলের প্রতি দুর্বলতার কথা জানিয়েছেন ফেসবুকসহ নানাভাবে। এবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বাংলাদেশের তারকা এই বোলারের প্রতি তার দুর্বলতার কথা আরো খোলাখুলিভাবে তুলে ধরেছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দেওয়া এক স্ট্যাটাসে হ্যাপী বলেন, ‘কেউ একটু আমার রুবেলকে এনে দেবে আমার কাছে? আমি একবার একটু রুবেলকে জড়িয়ে ধরে কাঁদতে চাই। কতদিন দেখিনি! আমি কী করে বেঁচে থাকব রুবেলকে ছাড়া??? প্লিজ কেউ একটু আমার কাছে ওকে এনে দাও।’
রুবেলের প্রতি ব্যাকুলতার কথা জানিয়ে হ্যাপী আরো বলেন, ‘আমার খুব কষ্ট হয়, আমি আর রুবেলকে ভুলে থাকার অভিনয় করতে পারছি না। আমার সত্যিই অনেক কষ্ট হয়। কেউ রুবেলকে এনে দাও, একবারের জন্য, শুধু একবারের জন্য। আমি দু চোখ ভরে আমার বাবুটাকে দেখবো- সে যে শুধুই আমার,  আমার,  আমার,  আমার,  আমার আর কারো না।’ উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে (মামলা নম্বর ৩৭) অভিনেত্রী হ্যাপী বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে মামলা করেন।
মামলার বিবরণে তিনি অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বছরের ১ ডিসেম্বর হ্যাপীর সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন রুবেল। এ সময় হ্যাপী তাঁকে বিয়ের প্রস্তাব দিলে এড়িয়ে যান রুবেল। এ ঘটনার পর ৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে মামলা করেন হ্যাপী। ওই মামলায় ১৫ ডিসেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তাহের জন্য আগাম জামিন নেন রুবেল।
পরে গত ৮ জানুয়ারি এ মামলায় রুবেল হোসেন নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদিন কারাগারে থাকার পর পুনরায় জেলা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত তাঁকে জামিন দেন। চলতি বছরের ২০ মে হ্যাপীর করা নারাজি আবেদন খারিজ করে জাতীয় ক্রিকেট দলের পেস বোলার রুবেল হোসেনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেই থেকে হ্যাপী হতাশায় ভূগছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া