adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাতিল হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে জয়ী আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন

ডেস্ক রিপাের্ট : বাতিল হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ১৪৫ কেন্দ্রের বেসরকারিভাবে পাওয়া চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন ৩৩ হাজার ৫৩৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে রিপন পেয়েছেন ৭৮ হাজার ২৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির গোলাম শহীদ রনজু লাঙল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৭৫২ ভোট।

বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে ফুলছড়ি ও সাঘাটা উপজেলা পরিষদ হল রুম থেকে যথাক্রমে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোত্তালেব এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।

ঘোষিত ফলাফলে জানা যায়, মোট ১৪৫ কেন্দ্রের মধ্যে ফুলছড়ি উপজেলার ৫৭ কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছে ২৩ হাজার ৭৮৭ ভোট ও লাঙল প্রতীক পেয়েছে ১২ হাজার ২৯৩ ভোট। আর, সাঘাটার ৮৮ টি কেন্দ্রে নৌকা প্রতীক ৫৪ হাজার ৪৯৮ ভোট এবং লাঙ্গল প্রতীক পেয়েছে ৩২ হাজার ৪৫৯ ভোট। ভোটের ব্যবধান ৩৩ হাজার ৫৩৩ ভোট।

এর আগে, বুধবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো ধরনের অনিয়মের অভিযোগ ছাড়াই সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

রিটানিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, ভোট সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৩৫ ভাগ ভোট পোলিং হওয়ার কথা জানিয়েছেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া