adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিপাইনের ক্ষতিগ্রস্তরা ত্রাণের জন্য মরিয়া

image_54514_0ম্যানিলা: ফিলিপাইনে ঘূর্ণিঝড় হাইয়ান আঘাত হানার এক সপ্তাহ পর দেশটির অবস্থা এখন বর্ণনাতীত হিসেবে আখ্যা দিচ্ছেন সেখানকার ত্রাণ সহায়তা কর্মীরা।



হাইয়ানে বেঁচে যাওয়া লাখো মানুষ এখন ত্রাণ সাহায্য পাওয়ার আশায় যেন মরিয়া হয়ে উঠেছে।



ঘূর্ণিঝড়ে আক্রান্তদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার জন্য হিমশিম খেতে হচ্ছে সরকারকে।



ক্ষতিগ্রস্তদের ত্রাণ পৌঁছে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সাহায্য টাকলোবান বিমানবন্দরে এসে পৌঁছেছে।

এদিকে ত্রাণসাহায্যের পাশাপাশি চলছে মৃতদেহ উদ্ধারের কাজ।



টাকলোবান শহর থেকে বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন ইতোমধ্যে যুক্তরাষ্ট্র তাদের ত্রাণ কার্যক্রম শুরু করে দিয়েছে।



যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী টাকলোবান বিমানবন্দরে এসে পৌঁছেছে। ফিলিপাইনের সরকারও ত্রাণ তৎপরতা জোরদার করেছে।



যুক্তরাস্ট্রের মেরিন ব্রিগেডিয়ার জেনারেল পল কেনেডি বিবিসির রেডিও ফাইভকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ঘূর্ণিঝড়ে দুর্গতদের সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সহায়তা নিয়ে দেশটির পাশে রয়েছে।



টাকলোবান শহরের কতৃপক্ষ বলছে, শত শত মানুষ অভুক্ত। তারা বিমানবন্দরের দিকে ছুটছে ত্রাণসাহায্যের আশায়। লাইন ধরে তারা অপেক্ষা করছে।



সেখানে ত্রাণবাহী বিমান নেমেছে, কিন্তু প্রয়োজনীয় লোকবল ও যানবাহনের অভাবে ত্রাণ বিতরণে সমস্যা হচ্ছে। এবং ক্ষতিগ্রস্ত কিছু কিছু এলাকাতেও ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া যাচ্ছেনা যথাযথ সরবরাহের ব্যবস্থা না থাকায়।



যুক্তরাষ্ট্রের ইউএসএস জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরীর উপস্থিতিতে এরই মধ্যে ত্রাণ তৎপরতা কিছুটা গতি পেয়েছে।



ওয়াশিংটনে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ফিলিপিন্সে দুর্গতদের মাঝে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য পৌঁছে দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা রয়েছে।



তিনি বলেছেন, “ফিলিপাইনবাসীদের সঙ্গে আমরা আছি। এবং আমেরিকায় বসবাসরত যেসব ফিলিপাইনি রয়েছেন যারা তাদের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের জন্য উদ্বীগ্ন তাদের পাশেও আমরা রয়েছি। যুক্তরাষ্ট্রে মূল নীতির অন্যতম একটি হলো বন্ধুর বিপদে তার পাশে দাড়ানো। ফিলিপিন্সের প্রেসিডেন্টকে আমি বলেছি আমেরিকা তার সর্বোচ্চ সাহায্য নিয়ে দেশটির এই দুর্যোগে তার পাশে থাকবে। আমাদের ত্রাণসাহায্য ও সামরিক কর্মকর্তাদের একটি দল ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে। এবং তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার, ওষুধ, পানি সরবরাহ শুরু করেছে।”



যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাপান, চীন, অস্ট্রেলিয়াসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে।



এদিকে ত্রাণকাজ পৌঁছানোর পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষ মৃতদের সমাহিত করতে শুরু করেছে। তবে রাস্তায় রাস্তায় এখনো পড়ে আছে মৃতদেহ।



টাকলোবান শহর কর্তৃপক্ষের তথ্যমতে, দু হাজার ৩০০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আশংকা করা হচ্ছে এ সংখ্যা বাড়তে পারে।



জাতিসংঘের আশঙ্কা, টাইফুন হাইয়ানের তাণ্ডবে সোয়া এক কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া