adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টি-২০ বিশ্বকাপ -বাংলাদেশের মূলপর্ব কখন কোথায়

BANGLADESHস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বাছাইপর্বের অলিখিত ফাইনালে চওড়া হয় তামিম ইকবালের ব্যাট। ওমানের বোলারদের তুলোধুনো করে বাংলাদেশের এই ওপেনার তুলে নেন টি২০ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার ঝড়ো ইনিংসে (৬৩ বলে ১০৩) ভর করে বৃষ্টি আইনে টাইগাররা পায় ৫৪ রানের দারুণ জয়। এই জয়ের কল্যাণে বাংলাদেশ চলে বিশ্বকাপের মূলপর্বে। 

ভারতে চলমান ষষ্ঠ টি২০ বিশ্বকাপের সুপার টেনে বাংলাদেশ রয়েছে  ডেথ গ্রুপ খ্যাত ‘এ’ গ্রপে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। মূলপর্বে কঠিন পরীক্ষাই দিতে হবে মাশরাফি বাহিনীকে।      

এবার মূলপর্বে কোন দলের বিপক্ষে কখন, কোথায় খেলবেন মাশরাফিরা, তা জেনে নিই:

১৬ মার্চ: বাংলাদেশ-পাকিস্তান (বিকেল সাড়ে ৩টা); ভেন্যু- ইডেন গার্ডেনস, কলকাতা।

২১ মার্চ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (রাত ৮টা); ভেন্যু- এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু।

২৩ মার্চ: বাংলাদেশ-ভারত (রাত ৮টা); ভেন্যু- এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু।

২৬ মার্চ: বাংলাদেশ-নিউজিল্যান্ড (বিকেল সাড়ে ৩টা); ভেন্যু- ইডেন গার্ডেনস, কলকাতা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া