adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংলিশ লিগ শুরু – প্রথম ম্যাচেই চেলসির ড্র

news_img (4)স্পোর্টস ডেস্ক : স্ট্যামফোর্ড ব্রিজে লীগের প্রথম ম্যাচেই সোয়ানসি সিটির মত দলকে পেয়েও জয় তুলে নিতে পারল না স্পেশাল ওয়ান নামে খ্যাত হোসে মরিনহোর চেলসি।

এদিকে ম্যাচের শুরুতে ২৩ মিনিটে অস্কারের গোলে প্রথম এগিয়ে যায় চেলসি। এরপর ২৯ মিনিটে সোয়ানসিকে সমতায় ফেরান আন্দ্রে আইয়ু। এক মিনিট পরই নিজেদের জালে বল জড়িয়ে দেন ফেডেরিকো ফার্নান্দেজ।

২-১ গোলে এগিয়ে থাকতেই খেলার ৫২ মিনিটে ডি বক্সের ভেতর বাফেটেম্বু গোমিজকে হার্ড ট্যকল করেন কুর্তোয়া। সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখিয়ে তাকে বাইরে বের করে দেন রেফারি। ৫৫ মিনিটে পেনাল্টি হজম করে বসে চেলসি। সেই বাফেটিম্বি গোমিজই শট করে গোল করেন।

এরপর ১০ জনের দল নিয়ে অনেক চেষ্টা করেও আর অতিথি দলের রণ ভাঙ্গতে পারেনি মরিনহোর শিষ্যরা। ফলে লিগের প্রথম ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করে নিতে হলো চেলসিকে এবং প্রথম ম্যাচেই প্রতিদ্বন্দ্বী ম্যানইউর চেয়ে পিছিয়ে গেলো ২ পয়েন্ট। যদিও, ম্যানইউও জিতেছে আত্মঘাতি গোলের কল্যাণে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া