adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ছােট ছেলে শেখ রাসেল নির্মলতার প্রতীক, দূরন্ত প্রাণবন্ত নির্ভীক

ডেস্ক রিপাের্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী গেলো বছর থেকে শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য, ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দূরন্ত প্রাণবন্ত নির্ভীক’।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ঘাতকরা সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধুকে। সেদিন ঘাতকদের ঠাণ্ডা মাথায় করা গুলির শিকার হন শিশু রাসেলও। অথচ, তখনও পৃথিবীর জটিলতা বুঝে ওঠার মতো বয়স হয়নি তার।

বঙ্গবন্ধু মুক্তিসংগ্রামের নেতৃত্ব দিতে ব্যস্ত থাকায় জীবনের প্রথম ৭ বছর পিতার সঙ্গ থেকে বঞ্চিত ছিল রাসেল। স্বাধীনতার পর সবেমাত্র বাবার সান্নিধ্য পেতে শুরু করেছিল। এর মাঝেই ঘটে যায়, এই নির্মম হত্যাকাণ্ড।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ছোট ভাই ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। রাষ্ট্রপতির ছেলে হয়েও সাইকেল চালিয়ে স্কুলে যেতো ছোট্ট রাসেল।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগ আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া