adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চায়েত নির্বাচনে নকল কোহলি!

স্পোর্টস ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের পুণেতে পঞ্চায়েত ভোটের আগে গ্রামের মানুষকে এক প্রার্থী প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের প্রচারে আনবেন ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলিকে। তার কথায় বিশ্বাস রেখে অপেক্ষার প্রহর গুনছিলেন গ্রামবাসীরাও। এরই মধ্যে এল সেই মহেন্দ্রক্ষণ। কিন্ত এরপর যা হলো তা হয়তো কল্পনা করেননি তারা।

জি নিউজের খবর, বিরাট এলেন না, আবার এলেন। মানে যিনি এলে তিনি আসল বিরাট নন, নকল। একগাল দাড়ি, চোখে চশমা। পরনে কালো টি-শার্ট, বাঁ হাতে ঘড়ি। চুলের ছাটটাও অবিকল কোহলির মতোই। এক পলকে মনে হতে পারে সত্যি সত্যিই বিরাট। তবে কথায় আছে, চকচক করলেই তা সোনা নয়। তেমনি নকল বিরাটকে ধরে ফেলতেও বেশিক্ষণ সময় লাগল না গ্রামবাসীদের। ধরা পড়ল সেই প্রার্থীর চালাকিও। আর পুণের এই ঘটনার ছবি টুইটারে আসতেই তা ভাইরাল।

পুণের শিরুরে এখন ভোটের হাওয়া। দেওয়াল মুখ ঢেকেছে পোস্টারে। লড়াই একেবারে সেয়ানে-সেয়ানে। তাই জয়ের জন্য রাজনীতির পাকা খেলোয়াড়দের টেক্কা দিতে চমক দিতে চেয়েছিলেন প্রার্থী ভিত্থল গণপত। ‘সরপঞ্জ’ (পঞ্চায়েত প্রধান) পদের লড়াইয়ে নামা এই রাজনীতিক এবার ভোট চেয়েছেন বিরাটের নামেই।

এমনকী, ভোটের প্রতীক হিসেবে বেছেছেন ব্যাট-বল। তিনি কথা দিয়েছিলেন, পাড়া-গাঁয়ে ক্রিকেট সেনসেশন বিরাটকে নিয়েও আসবেন। আর সেটা না করতে পেরেই বিপাকে পড়তে হল গণপতকে। বিরাটের ছবি নিয়ে প্রচার চালিয়ে শেষে কি না ‘নকল বিরাট’! এই ‘গদ্দারি’তে চটেছে স্থানীয়ারা। অনেকেই প্রশ্ন তুলছেন, যে নেতা ভোটের আগেই কথা রাখেন না, তিনি ভোটের পর কী করবেন? -টুইটার

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া