adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিরাট কোহলি ২০০ ম্যাচ খেলে শচীনের চেয়ে কতটা এগিয়ে

SACHIN-VIRATস্পোর্টস ডেস্ক : মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারেরর রেকর্ড ভাঙা বা মাইলস্টোন ছোঁয়ার মধ্যে আলাদাই কৃতিত্ব অনুভব করেন ক্রিকেটাররা। আর সেই আলাদা অনুভূতির দিকে ধীরে ধীরে বেশ ভালোভাবেই এগোচ্ছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।
রোববার কিউইদের বিপক্ষে নিজের ২০০তম ম্যাচে শতক হাঁকিয়েছেন কোহলি। পরিসংখ্যানের নিরিখে এক নজরে দেখে নেওয়া যাক ২০০ তম ম্যাচ শেষে শচীনের থেকে কতটা এগিয়ে রয়েছেন বিরাট-
প্রথম ২০০ ম্যাচের পর শচীনের সর্বোচ্চ রান ছিল ১৪৩। আর কোহালির ১৮৩ রান।

এক্ষেত্রেও বিরাট ‘এগিয়ে’ রয়েছেন শ্চীনের থেকে। ২০০তম ম্যাচের পর বিরাট শূন্য রানে আউট হয়েছেন ১২ বার, শচীন সেখানে মাত্র ৮ বার।
২০০ ম্যাচ খেলে স্ট্রাইক রেটেও শচীনের থেকে এগিয়ে কোহালি।
শচীনের ৮৫.৬১, কোহালির ৯১.৫৪।
২০০ ম্যাচের পর শ্চীনের শতরানের সংখ্যা ছিল ১৮। সেখানে কোহালি ইতিমধ্যেই ৩১ টি শতরানের মালিক। অর্ধশতরানের দিক দিয়ে শচীনের ৪৩টি, আর বিরাটের ৪৫টি।
ওয়ানডে ক্যারিয়ারে মোট রানের ক্ষেত্রে ২০০ ম্যাচে শচীনের মোট রান ছিল ৭৩০৫। কোহালির সেখানে রানসংখ্যা ৮৮৮৮।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া