adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্লাবগুলোকে ২০০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দেবে ফিফা

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের নভেম্বর মাসেই কাতারে বসছে ফুটবল বিশ্বকাপের জমকালো আসর। ২০ নভেম্বর শুরু হওয়া এই আসরের পর্দা নামবে ১৮ ডিসেম্বর।

আর ফুটবলের এই মহাযজ্ঞ কেন্দ্র করে নিজ নিজ দেশের হয়ে খেলতে খেলোয়াড়দের ছেড়ে দিতে হবে বিশ্বের অধিকাংশ শীর্ষ ক্লাবকে। এ কারণে ক্লাবগুলোকে ২০৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফিফা। এবার বিশ্বের ৬৩ অ্যাসোয়িশনের ৪১৬ ক্লাব ফিফার এই ক্ষতিপূরণ পাচ্ছে।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ সামনে রেখে ক্লাবগুলোকে একই পরিমাণ ক্ষতিপূরণ দিয়েছিল ফিফা।
বিশ্বকাপ চলাকালীন জাতীয় দলে খেলা ক্লাবগুলোর প্রতি খেলোয়াড়দের জন্য প্রতিদিন প্রায় ১০ হাজার ডলার করে দেওয়া হবে। এর মধ্যে প্রস্তুতির সময়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই ক্ষতিপূরণ ওই সমস্ত ক্লাবগুলোই পাবে, যাদের খেলোয়াড়রা বিশ্বকাপের অন্তত দুই বছর আগে থেকে জাতীয় দলে খেলছে।
ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে খেলোয়াড় প্রতি ক্লাবগুলোকে এই ক্ষতিপূরণ দিয়ে আসছে ফিফা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ৬৩টি জাতীয় ফেডারেশনের ৪১৬টি ক্লাব ফিফার দেওয়া ক্ষতিপূরণ পেয়েছিল। সূত্র: ফিফা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া