adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহিষের শিংয়ে কুপোকাত সিংহ

MOHISHআন্তর্জাতিক ডেস্ক :  কয়েকদিন না খেয়ে কাতর ছিলো সিংহটা। তাই দলছাড়া দু’টি মহিষ দেখে একটির উপর সুযোগ বুঝেই ঝাঁপ দিয়েছিল সে। তার আক্রমণ ব্যর্থ হয়নি। তার থাবায় তখন মহিষটা ছটফট করছে। এরপর যা ঘটেছে তা ভাবতেই পারছেন না ফটোগ্রাফার মারিয়নজেলা মটরেজা। তার তোলা ছবি বলে দিচ্ছে, বাঁচার জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে মাসাইমারা অভয়ারণ্যের মহিষরা।

এরপর সিংহের থাবায় ধরা পড়া রক্তাক্ত বন্ধুর জন্য তেড়ে গেল বাকি মহিষটা। এবার শুরু আদিম অরণ্যের চিরন্তন লড়াই। বাঁচতে গেলে জিততে হবে। তাই সর্বশক্তি নিয়ে শিং বাগিয়ে সিংহের দিকে তেড়ে গেল সে। শিংয়ের খোঁচায় আছাড় মেরে ফেলে দিল পশুরাজকে। লড়াইয়ে অন্য কোনও সিংহ এগিয়ে আসেনি। মহিষের শক্তির কাছে কুপোকাত হয়ে পালিয়ে বাঁচেন বনের রাজা।

অবশেষে নিশ্চিন্ত মৃত্যুর হাত থেকে বন্ধুকে রক্ষা করে বীরদর্পে আবার পালের মহিষ পালে ফিরলো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া