adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণের পর হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ

ডেস্ক রিপাের্ট : চাঁদপুরে নয় বছর আগে রহিমা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- একই এলাকার জিয়া, কামাল মিয়াজী, আবুল বাশার ও মাহমুদা আক্তার। এদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক রয়েছেন।

বাকি তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক।

রহিমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের সফিউল্লাহ মিয়াজীর মেয়ে। তার স্বামীর নাম আবু জাফর।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্যাইয়েদুল ইসলাম বাবু জানান, ২০১৩ সালের ২১ মে ধর্ষণ শেষে গলাটিপে হত্যা করে মরদেহ বাড়ির পাশে ভুট্টাক্ষেতে ফেলে রেখে যায়। এই ঘটনার পরদিন ভিকটিমের বাবা সফিউল্লাহ মিয়াজী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার বিচারক তাদের সকলকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শফিকুর রহমান ভূঁইয়া।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া