adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: আর্জেটিনার সঙ্গে ম্যাচটি বাতিল হয়ে গেছে। যদিও তাতে দুই পক্ষেরই সম্মতি ছিল। বিশ্বকাপের আগে কার্ড খরা ও ইনজুরিতে পড়ার কি কেই-বা নিতে চায়। তবে প্রস্তুতিরও একটা ব্যাপার আছে। সে কারণেই আগামী মাসে প্রীতি ম্যাচে ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে লড়বে ব্রাজিল।

ম্যাচ দুটোর জন্য আগামী শুক্রবার স্কোয়াড ঘোষণা করবেন হেডকোচ তিতে। আনকোরা খেলোয়াড়দেরই এখানে পরখ করে নেবেন তিনি, যারা বিশ্বকাপ বাছাইপর্বে খুব বেশি ম্যাচ খেলেননি। চাপ কমাতে চান নেইমার-কাসেমিরোর মতো অভিজ্ঞদের ওপর থেকে। ফ্লামেঙ্গোর স্ট্রাইকার পেদ্রোর খুব ভালো সম্ভাবনা আছে সুযোগ পাওয়ার। ঘানা ও তিউনিসিয়া দুই দলই কাতার বিশ্বকাপের টিকিট কেটে রেখেছে। – জুমবাংলা

গ্রুপ ‘এইচ’-এ ঘানার সঙ্গী দক্ষিণ কোরিয়া, পর্তুগাল ও উরুগুয়ে। যা অন্যতম কঠিন গ্রুপ বলেই বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে তিউনিসিয়া গ্রুপ ‘ডি’ তে খেলবে অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপে রয়েছে সার্বিয়া,সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া