adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিসিবি একাদশের রানের পাহাড় টপকালো ইংল্যান্ড

moeen-aliক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের রানের পাহাড় খুব সহজেই উতরে গেল ইংল্যান্ড।

বিসিবির দেয়া ৩১০ রানের লক্ষ্য ২৩ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে পৌঁছে যায় সফরকারীরা।

৪ অক্টােবর মঙ্গলবার ফতুল্লায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিসিবি একাদশের অধিনায়ক নাসির হোসেন।
 
তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বিসিবির ব্যাটসম্যানরা। ইমরুল কায়েসের ঝড়ো শতক এবং মুশফিক ও নাসিরের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৯ রান করে বিসিবি একাদশ।
 
দলের পক্ষে সর্বোচ্চ ১২১ রান করেন কায়েস। এছাড়া মুশফিক ৫১ ও নাসির ৪৬ রান করেন।

ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়া ইংলিশদের সামনে ৩০৯ রান যে কিছুই না তা প্রমাণ করলেন জস বাটলার ও মঈন আলী।

তাদের শতরানের জুটিই জয়ের বন্দরে নৌঙর করে ইংল্যান্ডকে।
 
৩১০ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালোই শুরু করে ইংলিশরা। ওপেনিং জুটিতে ৭২ রান আসে। এরপর ব্যক্তিগত ২৮ রানে আউট হন জেসন রয়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। ভিন্স ৪৮ রানে আউট হন। দ্রুতই ফিরে যান বেন ডাকেট ও জনি বেইস্ট্রো।
 
তাদের আউটের পর দলের হাল ধরার চেষ্টা করেন বেন স্টোকস। কিন্তু তিনিও ২৮ রান করে সাজঘরে ফেরেন। এরপর জস বাটলার ও মঈন আলীর দৃঢ়তায় ৪৬ দশমিক ১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৩ রান তোলে ইংল্যান্ড।

বাটলার ও মঈন আলীর জুটিতে আসে ১৩৯ রান। মঈন ৭০ রান করেন। বাটলার ৮০ রানে অপরাজিত থাকেন।

এই পরাজয় বাংলাদেশ দলের জন্য আগাম বার্তা। ইংল্যান্ডকে হারাতে হলে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিনটি বিভাগেই উজাড় করে দিতে হবে টাইগারদের। আগামী ৭ অক্টোবর মিরপুরে প্রথম একদিনের ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া