adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি জানতে চায়, কোন বিদেশের চাপে ইসলামী ব্যাংকে পরিবর্তন

fakhrul3-jpg1-1-1নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে ব্যাপক পরিবর্তনের কারণ জানতে চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশিদের চাপে এই পরিবর্তন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এমন বক্তব্যের ব্যাখ্যা চেয়ে তিনি বলেছেন, ‘আমরা জানতে চাই কোন বিদেশের চাপে ইসলামী ব্যাংকে পরিবর্তন।’ ৯ জানুয়ারি সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ এই বেসরকারি ব্যাংকের শীর্ষ পদে ব্যাপক পরিবর্তন আসে। একে অভিনব হিসেবেই দেখা হচ্ছে। ব্যাংকটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ একাধিক পদেই নতুন মুখ এসেছে। পরিবর্তন এসেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নেতৃত্বেও। নতুন নেতৃত্ব পাওয়ার পর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব আরাস্তু খান বলেছেন, তার ব্যাংকে অনেক টাকা আছে এবং সরকারের বিভিন্ন প্রকল্পে তারা বিনিয়োগ করতে চান।

২০১৬ সালের ১১ জানুয়ারি থেকে সরকারের সাবেক সচিব আরাস্তু খান বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। গত বৃহস্পতিবার আরাস্তু খান পদত্যাগ করেন এবং নতুন পরিচালক হিসেবে ইসলামী ব্যাংকে যোগ দেন। ওই দিন নতুন পরিচালক হিসেবে পর্ষদ সভায় যোগ দিয়েই ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে নতুন কাউকে এখনো নিয়োগ দেওয়া হয়নি।

রবিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সচিবালয়ে ইসলামী ব্যাংকে পরিবর্তনের কারণ জানান সাংবাদিকদের। তিনি বলেন, ‘ব্যাংকটি অনেক প্রফিট করে। কিন্তু প্রফিটের টাকা কোথায় যায় সেটা নিয়ে প্রশ্ন ছিল। আর এর বিদেশি অংশীদারদের মধ্যেও পরিবর্তন হয়েছে কয়েক বছরে আগে। এদেরও দাবি ছিল ব্যাংকটির ব্যবস্থাপনায় পরিবর্তন আনার। সবকিছু বিবেচনায় মনে হয় এমডি এবং চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। আমার কাছে মনে হয়েছে ফেয়ার চেইঞ্জ।’

অর্থমন্ত্রীর এই বক্তব্য সন্তুষ্ট নন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন বিদেশি ও দেশের চাপে তারা ইসলামী ব্যাংকে পরিবর্তন করেছে। আমরা জানতে চাই এটা কোন বিদেশ? কাদের চাপে ইসলামী ব্যাংকে পরির্বতন। এটা জানার অধিকার আছে।’

ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদে নতুন মুখ আসার বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচি বলেন, ‘আমি ভাল মন্দ বলতে চাই না। ইসলামী ব্যাংক এমন কি সমস্যা তৈরি করেছে যার জন্য তাদের পরিচালনা পর্ষদকে নতুন করে গঠন করতে হবে।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, আতাউর রহমান ঢালী, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া