adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এই আন্টির নামেও কি ২০ কোটির মামলা হবে? কোন প্রসঙ্গে এমন প্রশ্ন মাহির?

বিনোদন ডেস্ক : সফলতার মুখ দেখেও বিপাকে ‘হাওয়া’ টিম। খাঁচায় বন্দি পাখি এবং একপর্যায়ে সেটিকে পুড়িয়ে খাওয়ার দৃশ্য দেখানোয় নির্মাতা মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই ইতোমধ্যে এ ঘটনার সমালোচনা করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

ফেসবুক লাইভে তার পরিচিত এক আন্টির বাসার খাঁচায় বন্দি ময়না পাখি দেখিয়ে মাহির প্রশ্ন, এই আন্টির নামেও কি ২০ কোটি টাকার মামলা হবে?

অভিনেত্রীর কথায়, ‘আমি এক আন্টির বাসায় বেড়াতে এসেছি। এখানে এই পাখিটা আছে, এটি একটি ময়না পাখি। ও এখনো কথা বলা শেখেনি, খুব ছোট। যেটি বলার জন্য এই লাইভ করছি, তা হলো, এই আন্টির নামেও কি ২০ কোটি টাকার মামলা হবে? আন্টি যে এই ময়না পাখিটা পুষছেন।’

দেশের কোটি কোটি বাসায় এরকম ময়না পাখি, বিভিন্ন পশুপাখি পালা হয় উল্লেখ করে মাহির প্রশ্ন, যদি সবার নামে মামলা না হয়, তাহলে কেন ‘হাওয়া’ সিনেমার নির্মাতার বিরুদ্ধে মামলা করা হলো? আজব একটা কারণে মামলাটি করা হলো। আমি জানি না এর মধ্যে কী আছে।’

এরপর বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পরিবর্তন আনার দাবি জানিয়ে নায়িকা বলেন, ‘জানি না এই আইনে কী আছে। যদি শাস্তির বিধান থাকে তাহলে আমি বলব, এই আইনে পরিবর্তন আনা উচিত।’

নিজের সিনেমার উদাহরণ টেনে মাহি বলেন, ‘আমার এরকম অনেক সিনেমা আছে, যেখানে আমরা পাখি খাঁচায় বন্দি দেখিয়েছি। তাহলে কি সেই সিনেমার বিরুদ্ধেও মামলা হবে? এটি তো একটি চিন্তার বিষয়। যে বা যারা এ মামলা করেছেন, এগুলো করবেন না। এরকম মামলা দিয়ে আমাদের সংস্কৃতি, এত সুন্দর একটা সিনেমাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এটি আসলে আমার খুব খারাপ লাগছে।’

গত ১৭ আগস্ট ‘হাওয়া’ সিনেমাটির নির্মাতা মেজবাউর রহমান সুমনের নামে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা হয়। বাদী হয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন বন্যপ্রাণী পরিদর্শক নারগিস সুলতানা। তবে সিনেমাটি বন্ধের ব্যাপারে কোনো আবেদন করা হয়নি।

মেজবাউর রহমানের প্রথম সিনেমা ‘হাওয়া’ প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষি, নাসির উদ্দিন খান, সোহেল খান, সুমন আনোয়ারসহ অনেকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া