adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খেলোয়াড়দের প্রতি পুতিনের আহ্বান – প্রাণ বাজি রেখে বিশ্বকাপে লড়াই করো

স্পোর্টস ডেস্ক : আগামী ১৪ জুন রাশিয়ার মাটিতে গড়াচ্ছে একুশতম বিশ্বকাপ ফুটবলের আসর। রুশ সরকার এই আয়োজন প্রায় গুছিয়ে এনেছে। শেষ প্রলেপ দেওয়ার কাজ চলছে।
রাশিয়ার ১১টি শহরে মঞ্চস্থ হবে বিশ্ব ফুটবলের এই উৎসব। মনে রাখার মতো এক আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। শুধু আয়োজক হিসেবে নয়, খেলোয়াড়দের পারফরমেন্সও মনে রাখার মতো চান দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তাই খেলোয়াড়দের উদ্দেশ্যে বলে বলেছেন, তাদের শারীরিক ভাষায় যেন ছাড় না দেওয়ার মানসিকতা থাকে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো ও রাশিয়া প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গত বৃহস্পতিবার দেখা করেন। আর সেখানেই পুতিন বলেন, আমরা সবাই প্রত্যাশা করি আমাদের খেলোয়াড়রা সবাই তাদের সর্বোচ্চ দিয়ে লড়বে। খেলার সময় ইচ্ছাশক্তির প্রদর্শনী থাকবে এবং ছাড় না দেওয়ার মানসিকতা থাকবে যা দর্শকরা পছন্দ করে।

কিন্তু রাশিয়ার ফর্ম পুতিনের প্রত্যাশা পূরণের ইঙ্গিত দেয় না। বিশ্বকাপের আগে শেষ পাঁচটি প্রীতি ম্যাচে জয়ের দেখা পায়নি রুশ দল। ২০১৪ বিশ্বকাপ ও ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও জয়হীন ছিল দেশটি।

আন্তর্জাতিক আসরে রাশিয়ার অবস্থা কতটা করুণ আরেকটি তথ্য দিলেই পরিষ্কার হয়ে যাবে। ২০০৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে খেলার পর আর কোনো মেজর প্রতিযোগিতায় গ্রুপপর্ব পেরুতে পারেনি রাশিয়া। ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ৬৬ নম্বরে থাকা দেশটি নিজের দেশের বিশ্বকাপে কেমন করে সেটিই দেখার বিষয়।

রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে ১৪ জুন, সৌদি আরবের বিপক্ষে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী অন্য দুই দল মিশর ও উরুগুয়ে। ১৯ জুন মিশরের বিপক্ষে ম্যাচের পর ২৫ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে উরুগুয়ের বিপক্ষে। মূল আসরের আগে অস্ট্রেলিয়া ও তুরস্কের বিপক্ষে একটি করে প্রীতি ম্যাচও খেলবে রাশিয়া।

পুতিন জানিয়েছেন, ১১ শহরে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি কার্যত শেষ। ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোও সব পরিদর্শন শেষে প্রস্তুতিতে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। এদিকে খেলা দেখার জন্য দর্শকদের টিকেট ছাড়াও ‘ফ্যান আইডি কার্ড’ থাকবে। টিকিট হোল্ডাররা কেউই সেই আইডি কার্ড ছাড়া স্টেডিয়ামে ঢুকতে পারবেন না। সূত্র : ইএসপিএন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া