adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কবিতা : ভালবাসা আর অভিমান

সাইকান

তোমার একারই আছে
নেই বুঝি আমার?

তো দেখাও দেখি
কত রাগ আছে তোমার।

রাগ কি আমি এমনি করি?
রাগাও না তুমি আমায়..?

তোমার সাথে ঝগড়া করে
সময় যায় আমার ।

সেদিন আমার অনেক বকলে
কাঁদছি একাই বসে

তারপরও কি রাগ করাটা
আমার নাহি সাজে?

যাবই একদিন মরে আমি
এত বেশী বকলে

পাবে না আর খুঁজে আমায়
অনেক বেশী কাদলে ।

সেদিন ফোনে কথা হচ্ছে
ভালই ছিলাম দুজন

হঠাৎ করে কি হলো তোমার
রেগে গেলে এমন ।

বকছো আমায় অনেক অনেক
কাঁদছি আমি খুব

তারপরও কি কষ্ট হয়না
একটু থাকো চুপ ।

বকে আমায় রাখলে যে ফোন
ঘুমিয়ে গেছ তুমি

আজকে অনেক ঘুমোবো
উঠবো না আর আমি ।

ছুটে এসে কাঁদবে তুমি
আমার পাশে বসে

বলবে আমার আর হবে না
এবার তো চোখ খোল ।

বলব আমি বলেছিলাম
বকলে যাব মরে

এখন কি হবে
কান্নাকাটি করে ?

জানি আমি শুনছো না যে
তুমি আমার কথা

মরে গিয়েও রাখবো মনে
তোমার সকল কথা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া