adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে কোহলির জায়গা পাওয়া নিয়ে সন্দিহান ওয়াসিম জাফর

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), সব জায়গাতেই রানখরায় ভুগছেন কোহলি। বছর দুয়েক আগে রান পেলেও এখন পুরোদমে অফ ফর্মে রয়েছেন তিনি। এমন অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দলে কোহলির জায়গা নিয়ে সন্দিহান ওয়াসিম জাফর।
এতদিন বড় ইনিংস খেলতে না পারলেও রান পাচ্ছিলেন নিয়মিত। তবে সাম্প্রতিক সময়ে কোহলির ব্যাটে যেন মহামারি! টেস্টে নিজের সর্বশেষ ৬ ইনিংসে একবারও হাফ সেঞ্চুরির দেখা পাননি। কোহলি শেষবার শতকের দেখা পেয়েছিলেন ইডেনে, বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টে।
সেটাও ২০১৯ সালের নভেম্বরে। সময়ের হিসেবে ৩২ মাস! প্রায় তিন বছরের ব্যবধানে এখন প্রশ্ন উঠছে কোহলির ফর্ম নিয়েও। টেস্টে সর্বশেষ ২২ ইনিংসে কোহলির হাফ সেঞ্চুরির সংখ্যা মাত্র তিনটি। অথচ এই সংস্করণের ক্রিকেটে তার ব্যাটিং গড় এখনও পর্যন্ত ৪৯.৫৩।
এদিকে ওয়ানডেতে সর্বশেষ ৭ ইনিংসে ২৫ গড়ে করেছেন ১৪৯ রান। যেখানে তার ক্যারিয়ার গড় প্রায় ৫৮। এদিকে টি-টোয়েন্টিতে চলতি বছর মাত্র দুটি ম্যাচ খেলেছেন কোহলি। যেখানে হাফ সেঞ্চুরি রয়েছে একটি। তবে চলতি বছর বেশিরভাগ সময়ই বিশ্রামে ছিলেন তিনি।
গুঞ্জন রয়েছে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই কোহলির ব্যাটে রান চায় ভারতের টিম ম্যানেজমেন্ট। অন্যথায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনা থেকে বাদও পড়তে পারেন এক সময়ের সেরা এই ব্যাটার। এমনটা মনে করেন ওয়াসিমও।
বিশ্বকাপে কোহলির থাকা নিয়ে ওয়াসিম বলেন, একেবারে সরাসরি নয়। কোহলি কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবে এবং এরপর নির্বাচকরা সিদ্ধান্ত নেবে। তবে কোনো সন্দেহ ছাড়াই আমি মনে করি না যে সে নিশ্চিত হবে। অনেক তরুণ ক্রিকেটার ভালো করছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্ট্রাইক রেট বিবেচনায় নেয়া হয়েছিল। আমি মনে ভারতের সেভাবেই দেখা উচিত। – ক্রিকফ্রেঞ্জি,

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া