adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিল্লির ভূমিকায় খুশি ঢাকা

নয়া দিল্লি: বাংলাদেশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে ভারত ঢাকার নবনির্বাচিত সরকার এবং সদ্যঅনুষ্ঠিত নির্বাচনের স্বীকৃতি দিল৷ বাংলাদেশ সংসদ গঠনের পরে স্পিকার প্রথম বিদেশ সফরে দিল্লি এলেন চারদিনের জন্য৷

ঢাকা ফিরে যাওয়ার আগে শিরীন পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক সংবাদ প্রতিদিনকে বলেন, "বাংলাদেশের গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে ভারতের সহযোগিতা পেয়ে আমি অত্যন্ত সন্তুষ্ট৷ তাছাড়া ভারত তাদের মধ্যে অন্যতম দেশ যে দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলেনি৷"

এই নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ না করায় বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠছে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, "কোনো প্রশ্ন ওঠা উচিত নয়৷ কেননা, গত নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হওয়ার একমাত্র মাপকাঠি নয়৷ বাংলাদেশে বরাবরই ব্যালটের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর হয়ে আসছে৷ তাছাড়া এখন বাংলাদেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচেছ৷ তাতে বিএনপি-সহ সব দলই অংশগ্রহণ করছে৷" তার ধারণা আগামীদিনে সব রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে৷

দিল্লিতে তিনি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বিরোধী নেতা অরুণ জেটলির সঙ্গে বৈঠক করেন৷ বাংলাদেশের স্পিকার বলেন, "রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দু'জনেই বলেছেন, ভারত তিস্তা জলবণ্টন চুক্তি এবং ছিটমহল বিনিময় চুক্তি রূপায়ন করতে প্রতিশ্রূতিবদ্ধ৷ প্রধানমন্ত্রী এও বলেছেন, লোকসভা ভোটের পরে যে সরকার ক্ষমতায় আসুক, তারা ওই চুক্তি রূপায়ণ করবে৷"

তিনি আরো বলেন, "আমার সঙ্গে রাজ্যসভার বিরোধী বিজেপি নেতা অরুণ জেটলির বৈঠক হয়েছে৷ তিনিও বলেছেন, যত দ্রূত সম্ভব এই চুক্তি বাস্তবায়িত হওয়া উচিত৷" জেটলি বলেছেন, এই নিয়ে সমের কিছু সমস্যা রয়েছে৷ অদূর ভবিষ্যতে তা মিটে যাবে৷

রাষ্ট্রপতি তাকে পরামর্শ দিয়েছেন, দু'দেশের সাংসদদের মধ্যে একটি যৌথ কর্মিগোষ্ঠী গড়া প্রয়োজন৷ যাতে দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্য পরিষেবা, পরিবেশ রক্ষা, খাদ্যসুরক্ষা, জলপ্রবাহ পরিচালনার ক্ষেত্রে যৌথভাবে দু'দেশের সাংসদরা মিলিতভাবে কাজ করতে পারেন৷

বর্তমানে বিশ্বের ৫৩টি মুসলিম দেশের সংগঠন ‘অরগানাইজেশান অব ইসলামিক কনফারেন্স'-এর মধ্যে তিনিই একমাত্র মহিলা স্পিকার৷ আগামী ১৮-১৯ফেব্রূয়ারি তেহরানে অনুষ্ঠিত হবে সেই সম্মেলন৷ তিনি সেখানে যোগ দেবেন৷ বাংলাদেশের নির্বাচন নিয়ে এই সংগঠনের বেশ কিছু দেশ (পাকিস্তান-সহ) প্রশ্ন তুলছে৷ সেইসব প্রশ্নের জবাব দিতে তিনি সম্পূর্ণ প্রস্তুত|

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া