adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেসি বললেন আমরা ব্যর্থ, শিরোপা রিয়াল মাদ্রিদের প্রাপ্য

স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালের পর আবার স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের উৎসবে মেতেছে রিয়াল মাদ্রিদ। মাঝের দুই মৌসুমে লিগ সেরার মুকুট উঠেছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মাথায়। দলটির সেরা তারকা লিওনেল মেসির মতে, এবার যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। তাতে এক ম্যাচ বাকি থাকতে লিগ শিরোপা পুনরুদ্ধার করেছে তারা। একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে কুপোকাত হয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে তারা ২-১ ব্যবধানে হেরেছে ওসাসুনার কাছে। ৩৭ ম্যাচে ২৬ জয় ও আট ড্রয়ে রিয়ালের অর্জন ৮৬ পয়েন্ট। সমান ম্যাচে ২৪ জয় ও সাত ড্রয়ে বার্সার পয়েন্ট ৭৯।- ডেইলি স্টার

ম্যাচশেষে স্প্যানিশ গণমাধ্যমের কাছে মেসি বলেছেন, আমি যোগ্য দল হিসাবেই শিরোপা জিতেছে। করোনা বিরতি শেষে লিগ ফের চালু হওয়ার পর তারা খুবই ভালো করেছে। আর হ্যাঁ, আমরাও পয়েন্ট হারিয়েছি, যা আমাদের করা উচিত হয়নি। এই গ্রীষ্মজুড়ে আমাদের আত্ম-সমালোচনা করতে হবে এবং পেছনে ফিরে তাকিয়ে দেখতে হবে আমরা কী কী ভুল করেছি।

মৌসুমের দিকে ফিরে তাকিয়ে বলতে হয়, অবশ্যই রিয়ালের এটি (শিরোপা) প্রাপ্য। তবে অন্যান্য দলের দিকে না তাকিয়ে আমাদের নিজেদের দিকে ফিরে তাকাতে হবে এবং আমরা কোথায় কোথায় ভুল করেছি তা নিয়ে কাজ করতে হবে। বৃহস্পতিবার রাতে আমরা ওসাসুনার বিপক্ষে যেভাবে খেলেছি, তাতে শিরোপা জেতা আসলে কঠিন। – মার্কা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া