adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরাট ভারতীয় দলের ‘বিরাট’ বোঝা!

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটারদের অন্যতম ভাবা হতো তাকে। মনে করা হতো, শচিন টেন্ডুলকারের ‘সেঞ্চুরি’র সেঞ্চুরি রেকর্ড ভাঙতে পারেন কেবল তিনিই। কোহলিকে এখন আর তেমনটা তো মনে করা হচ্ছেই না, বরং দিন যত যাচ্ছে তত তিনি হয়ে উঠছেন দলের ‘বিরাট’ এক বোঝা।
খোদ ভারতীয় ক্রিকেটেই গুঞ্জন উঠে গেছে, কোহলিকে নিয়ে এবার ভাবার সময় হয়েছে। জোর করে চার নম্বর পজিশনটা ধরে রেখেছেন তিনি। যে কারণে ভারতীয় দলের পুরো ব্যাটিংটাই নড়বড়ে হয়ে উঠেছে। বরং, এই বোঝা কমিয়ে আনার সময় হয়ে এসেছে বলেই মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটাররা।
এজবাস্টন টেস্টে ব্যাট হাতে তো বরাবরের মতোই ব্যর্থতার পরিচয় দিলেন। তারওপর ফিল্ডিংয়ে তার আচার-আচরণ নিয়েই ভারতের সাবেক ক্রিকেটাররা প্রশ্ন তুলে দিয়েছেন। বিরেন্দর শেবাগ তো জনি বেয়ারেস্টোর প্রথম সেঞ্চুরির জন্য সরাসরি দায়ী করেছেন কোহলিকেই। শেবাগের মতে, কোহলিই রাগিয়ে দিয়েছেন বেয়ারেস্টোকে। যে কারণে, দ্রুত গতিতে সেঞ্চুরি করেছেন তিনি।
ভারতীয় মিডিয়াগুলো প্রশ্ন তুলছে, দলে থেকে কি দলের ক্ষতি করছেন বিরাট কোহলি? দলের বোঝা বাড়িয়ে দিচ্ছেন? রোববার ফিল্ডিংয়ের সময় তার আচরণ এবং ব্যাট হাতে তার ব্যর্থতা দেখে এমন প্রশ্নই প্রকট হয়ে উঠেছে। স্লেজিং করে একদিকে দুরন্ত ছন্দে থাকা বেয়ারস্টোকে আরও ভাল খেলতে তাতিয়ে দিলেন। আর অন্যদিকে আরও একবার ব্যর্থ হয়ে তিনি জয়ের গুরু দায়িত্ব ঠেলে দিলেন অন্যদের কাঁধেই। এরপরও ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গাটি আঁকড়ে ধরে বসে থাকবেন কোহলি? টিম ম্যানেজমেন্টের এবার হয়তো সত্যিই ভাবার সময় এসেছে।
কোহলির ব্যাটিং পারফরম্যান্স কেবলই নিম্নমুখি। নেতৃত্ব ছেড়ে যেখানে জো রুট নিজের ব্যাটিংকে নিয়ে গেছেন কিংবদন্তির পর্যায়ে, একের পর এক ম্যাচে সেঞ্চুরি করছেন, সেখানে নেতৃত্ব ছাড়ার পর যেন আরও মিইয়ে গেলেন কোহলি। নিজেকে ফিরেই পাচ্ছেন না। না সাদা পোশাকে, না রঙিন পোশাকে, আর না আইপিএলে।
সর্বশেষ আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে কোহলির ব্যাটিং ছিল যারপরনাই হতাশাজনক। ১৬ ম্যাচের প্রতিটিতেই খেলেছেন তিনি। ৩বার শূন্য রানে আউট হয়েছেন। কেবল দুটি হাফ সেঞ্চুরি। সব মিলিয়ে করেছেন ৩৪১ রান।
সবচেয়ে বড় কথা ২০১৯ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৩৬ রানের ইনিংস। এরপর প্রায় আড়াই বছর পার হয়ে গেলো। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে খেলেছেন ১১০টিরও বেশি ইনিংস। কিন্তু তিন অংকের দেখা আর পেলেন না তিনি। – হিন্দুস্তানটাইমস, সম্পাদনা : এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া