adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৈঠক হলো, কথা হলো না

নিজস্ব প্রতিবেদক : চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বেশ কিছু কারণে সময়টা খুব একটা ভাল যাচ্ছে না দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের। এক রকমের হতাশা আর অস্থিরতার মধ্যে দিয়েই তাদের দিন কাটাতে হচ্ছে।  নানামুখী হিসাব-নিকাশ চলছে সংগঠনটির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ঘিরেও। দায়িত্বশীল নেতাদের কারো কারো কাজ নিয়ে প্রশ্নও তুলছেন ছাত্র নেতাদের অনেকে। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মধ্যে অস্বস্তি ফুটে উঠেছে। দপ্তর সম্পাদক নাজমুল হাসান তার স্ট্যাটাসে লিখেছেন- দল ও দলের সিনিয়র নেতাদের সমালোচনা করে কোন স্ট্যাটাস বা পত্রিকার নিউজ দয়া করে কেউ আমার ওয়ালে শেয়ার ও ট্যাগ করবেন না…. নাজমুল হাসান, দপ্তর সম্পাদক, ছাত্রদল  কেন্দ্রীয় সংসদ। নাজমুলের এই স্ট্যাটাসে ১৮০টিরও বেশি লাইক পড়েছে। মন্তব্য এসেছে অর্ধশতাধিক আইডি থেকে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এই সংগঠনে ছাত্র শিবির এবং ছাত্রলীগের অনুপ্রবেশের আশঙ্কায় ভুগছেন অনেক নেতাকর্মী। নাম প্রকাশ না করার শর্তে অনেকে বলেন, ছাত্রদলে পদ পাওয়ার আশায় ছাত্রলীগ এবং ছাত্রশিবিরের কর্মীরা জামায়াতের মুখপত্র হিসেবে পরিচিত । সংগঠনটি ঢেলে সাজানোর জন্য বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়া বিএনপি জামায়াতপন্থী শিক-সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের তথ্য নিচ্ছেন বলে জানা গেছে। চলতি মাসের ৬ তারিখে শহীদ উদ্দিন  চৌধুরীর নির্দেশনা মতে ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির কেন্দ্রীয় সংসদের সভা আহবান করেন। এ সভার পুরোটা সময়জুড়ে ছাত্রনেতাদের হট্টগোল ছিল। এ্যানি চৌধুরীর কাছে তাদের কিছু প্রশ্নও ছিল। কিন্তু এ্যানি  চৌধুরী  সেখানে উপস্থিত না থাকায় ছাত্র নেতারা অসোন্তস প্রকাশ করেন। জানা গেছে, মঙ্গলবার সকালে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বেশকজন কেন্দ্রীয় ছাত্র  নেতার সঙ্গে নয়াপল্টনে সংগঠনটির কার্যালয়ে বৈঠক করেছেন। এ বৈঠক নিয়ে কয়েকজন ছাত্র নেতা কাছে সন্দেহ প্রকাশ করে বলেছেন, এ্যানি চৌধুরী ছাত্র  নেতাদের তোপের মুখে পড়তে পারেন। এ কারণে তার সেফ গার্ড হিসেবে তিনি বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাসকে নিয়ে ছাত্রদলের কার্যালয়ে গিয়েছেন। আর তার অনুগত কয়েকজনকে নিয়ে বৈঠক করেছেন। বৈঠক সূত্র জানিয়েছে, উপস্থিত বেশ কয়েকজন ছাত্র নেতা শিমুল বিশ্বাসের কাছে সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললে তিনি এসব বিষয়ে কথা বলতে আসেননি বলে জানান। শিমুল বিশ্বাস অনলাইন অ্যাক্টিভিটির ওপর গুরুত্বারোপ করে বলেন, সাইবার ক্রাইম হচ্ছে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আরো সক্রিয় হতে হবে।বৈঠকে ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদক না থাকলেও সাংগঠনিক সম্পাদক রাজীব আহসান, সহ-সভাপতি আহসান উদ্দিন খান শিপন, আবু সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুল হাসান, মশিউর রহমান মিশু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া