adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দল বদলের মার্কেটে ইউরোপে ব্রাজিলিয়ানদের নিয়ে টানাটানি

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান ফুটবলারদের কদর ইউরোপিয়ান ক্লাবগুলোতে সবসময়ই একটু বেশি। তাই ক্লাব বদলের সময়টা আসলে ব্রাজিলিয়ান ফুটবলারদের নিয়েই টানাটানি চলতে থাকে।

এবারও ট্রান্সফারের সময় শুরুর আগেই টানাটানি চলছে ব্রাজিলিয়ানদের নিয়ে। এখনও পর্যন্ত ট্রান্সফার বাজারে ব্রাজিলিয়ানদের আধিপত্যই লক্ষ্য করা যাচ্ছে।
ইতিমধ্যে বেশ কিছু ব্রাজিলিয়ান খেলোয়াড় কেনা বেচা হয়েছে। কয়েকজনকে নিয়ে দরদাম চলছে। কিছু প্লেয়ারের সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে। কিছু প্লেয়ারের ট্রান্সফার নিয়ে রিউমার চলছে। ম্যানচেষ্টার সিটির ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুসকে ৫০ মিলিয়ন ইউরোতে কিনেছে আর্সেনাল। এই তারকাকে কেনার পূর্বে আরেক ব্রাজিলিয়ান তরুণ মার্কুইনহোসকে কিনেছিল প্রিমিয়ার লিগের এই ক্লাবটি।

এভারটনের ব্রাজিলিয়ান তারকা রিচার্লিশনকে কিনেছে আরেক প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহাম। তাকে কিনতে টটেনহামের খরচ হয়েছে ৫০ মিলিয়ন ইউরো।
লিডস ইউনাইটেডের ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকে নিয়ে চলছে টানাটানি। বার্সালোনা, চেলসি এবং আর্সেনালের মধ্যে হচ্ছে ত্রিমুখী লড়াই। চেলসি ৬০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে। বার্সালোনাও চাচ্ছে রাফিনহাকে নিয়ে আসতে। রাফিনহাও রাজি বার্সাতে খেলতে।- চীফনিউজ

প্রিমিয়ার লিগে যখন এমন টানাটানি তখন স্প্যানিশ লা লিগায় ব্রাজিলিয়ানদের ধরে রাখার দিকে নজর জায়ান্ট রিয়াল মাদ্রিদের। ভিনিসিয়াস, রোদ্রিগো এবং মিলিটাও তিনজনের সঙ্গেই চুক্তি নবায়ন করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। রিয়াল মাদ্রিদের আরেক ব্রাজিলিয়ান রেনিয়ের জেসুসকে লোনে নিতে আগ্রহী পর্তুগীজ ক্লাব বেনফিকা। রিয়াল ভ্যালোদলিদও আগ্রহী তাকে পেতে। যদিও রেনিয়ের জেসুস চাচ্ছে বেনফিকাতেই যেতে।
এদিকে ব্রাজিলের ঘরোয়া বাজারেও ইউরোপিয়ানরা হানা দিয়েছে। তরুণ নাসিমেন্তোকে কিনতে চায় রিয়াল মাদ্রিদ। বেনজামার রিপ্লেস হিসেবে ভবিষ্যত নাম্বার নাইন হিসেবে তাকে চাচ্ছে রিয়াল।

১৬ বছরের তরুণ এন্ড্রিকের জন্য তো বার্সালোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানসিটি এবং পিএসজি প্রতিদ্বন্দ্বীতা করছে। শেষ পর্যন্ত কার ভাগ্যে থাকছে এন্ড্রিক জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া