adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে হারের তিক্ত স্বাদ পেলেন পোল্যান্ড তারকা শিয়াওতেকের

স্পোর্টস ডেস্ক : অবশেষে হারের তিক্ত স্বাদ পেলেন মেয়েদের টেনিসে র‌্যাংকিংয়ে এক নম্বর পোল্যান্ডের ইগা শিয়াওতেক। টানা ১৩৫ দিন এই তারকা শুধু জিতেই গেছেন। এবারের উইম্বলডনে বড় অঘটনের জন্ম দিলেন আলিজি কহনে। মেয়েদের র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকাকে সরাসরি সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠলেন ৩৭ নম্বর খেলোয়াড়।
তৃতীয় রাউন্ডে শনিবার (২ জুলাই) পোলিশ তারকাকে ৬-৪, ৬-২ গেমে হারান ৩২ বছর বয়সী কহনে। এই হারে ২১ বছর বয়সী শিয়াওতেকের টানা ৩৭ ম্যাচ জয়ের রেকর্ডে ছেদ পড়ল। তার আগের হার ছিলো গত ফেব্রুয়ারিতে, ইয়েলেনা ওস্তাপেঙ্কোর বিপক্ষে। বিডিনিউজ
তারপর থেকেই দুর্বার গতিতে ছুটছিলেন তিনি। গত মাসের শুরুতে ফরাসি ওপেনসহ জেতেন টানা ছয়টি শিরোপা। ফেভারিট হিসেবে শুরু করেন উইম্বলডন। প্রথম রাউন্ডে সরাসরি সেটে জিতে ছাড়িয়ে যান মেয়েদের এককে ভেনাস উইলিয়ামসের সবচেয়ে বেশি টানা ৩৫ জয়ের রেকর্ড।
ফ্রান্সের কহনের চমকে যাত্রাটা আর বেশি দীর্ঘ হলো না শিয়াওতেকের। তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন গত ফরাসি ওপেনের রানার্সআপ যুক্তরাষ্ট্রের টিনএজার কোকো গাউফও। তাকে হারিয়ে প্রথমবার চতুর্থ রাউন্ডে উঠেছেন স্বদেশি অ্যামান্ডা অ্যানিসিমোভা। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া