adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তামিমের পর সাকিবের টেস্ট শতক

তামিমের পর সাকিবের সেঞ্চুরিক্রীড়া প্রতিবেদক : নিষেধাজ্ঞা কাটিয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে ঢাকা টেস্টে ফিরেন সাকিব আল হাসান। প্রথম টেস্টে বল হাতে উজ্জ্বল থাকলেও ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ। দুই ইনিংসে করেন মাত্র ২০ রান (৫+১৫)। দৃশ্যপট পাল্টে গেল নিজ মাটিতে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মঙ্গলবার ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
ইনিংসের ১৩৩তম ওভারে বল করতে আসেন পানিইয়ঙ্গারা। তার প্রথম বলেই চার হাঁকান সাকিব। তার পূর্ণ করেন সেঞ্চুরি।
বন্ধু তামিমের মতো জিম্বাবুয়ের বিপক্ষে এটি তার প্রথম শতক। তবে ক্যারিয়ারের তৃতীয় শতকের জন্যে তাকে ১৯ ইনিংস অপেক্ষা করতে হলো। এর আগে ২০১১ সালের ডিসেম্বরে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ১৪৪ রান করেন। এরপর আর তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি মাগুড়ার এই তারকা।  
এ সময়ে একাধিকবার শতকের কাছাকাছি পৌঁছে গেল্ওে শতক পাওয়া হয়নি তার। সর্বোচ্চ ৯৭ রান করেন খুলনাতেই। ২০১২ সালে এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৭ রান করেন বাহাতি এই ব্যাটসম্যান। এছাড়া ২০১২ সালে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৯ ও ২০১৩ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮১ রান করেন।   
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া