adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশের মাটিতে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানো পাঁচ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে সেঞ্চুরি করা যে কোন ব্যাটসম্যান এর পক্ষে অতি সম্মানের ব্যাপার। তবে বিদেশের মাঠে প্রতিকূল পরিবেশে সেঞ্চুরি হাঁকানো মুখের কথা নয়। সেই প্রতিকূলতাকে জয় করা পাঁচ ক্রিকেটাররা হলেন-
শচীন টেন্ডুলকার, ভারত : লিটল মাস্টার শচীন টেন্ডুলকারকে ক্রিকেটের ঈশ্বর হিসেবে বিবেচনা করা হয়। ক্রিকেটে একমাত্র শততম সেঞ্চুরির মালিক তিনি। এই কিংবদন্তী ব্যাটসম্যান টেস্ট এবং ওডিআই মিলিয়ে মোট ৬৬৩টি ম্যাচ খেলে ১০০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে ৪১টি বিদেশের মাটিতে।

বিরাট কোহলি, ভারত : এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সবচেয়ে কম ম্যাচ খেলে সেঞ্চুরি করে রেকর্ড রয়েছে তার নামে। এখনো পর্যন্ত তিনি টেস্ট এবং ওডিআই মিলিয়ে ৩৩৯টি ম্যাচ খেলে ৭০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন যার মধ্যে রয়েছে ৩৪টি বিদেশের মাটিতে।

জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা : বিদেশের মাটিতে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সর্বকালের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। টেস্ট এবং ওডিআই মিলিয়ে মোট ৪৯৪টি ম্যাচ খেলে ৬২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন যার মধ্যে ২৭টি বিদেশের মাঠে।

রিকি পন্টিং, অস্ট্রেলিয়া : আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানো তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্যাপ্টেন টেস্ট এবং ওডিআই মিলিয়ে মোট ৫৪৩টি ম্যাচ খেলে ৭১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন যার মধ্যে ২৬টি বিদেশের মাঠে।

কুমার সাঙ্গাকারা, শ্রীলঙ্কা : আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক কুমার সাঙ্গাকারা টেস্ট এবং ওডিআই মিলিয়ে মোট ৫৩৮টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে রয়েছে ৬৩টি সেঞ্চুরি, তবে বিদেশের মাঠে হাঁকিয়েছেন ২৪টি সেঞ্চুরি। – চীফনিউজ, সম্পাদনা : এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2022
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া