adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহেশখালীতে সন্ত্রাসীদের গডফাদারের কাছে অসহায় পুলিশ

imagesজামাল জাহেদ,কুতুবজোম : অপ্রিয় হলেও সত্য। কক্সবাজার জেলার মহেশখালি থানাকে গোটা দেশের মানুষের কাছে ভালো ও মন্দ দুই দিক দিয়েই পরিচিত। যেহেতু বাংলাদেশের একমাএ পাহাড় সমৃদ্ধদ্বীপ ও হিন্দুদের সৌন্দর্যময় ধর্মীয় তীর্তস্থান আদিনাথ মন্দির খ্যাত মহেশখালি। অপরদিকে বাংলাদেশের সবচেয়ে ক্রাইমজোন খ্যাত আলোচিত সমালোচিত মাএ দুটি উপজেলা একটি মহেশখালি অপরটি  চরমপন্থি আক্রান্ত উপজেলা ঝিনাইদহের শৈলকুপা কালিগঞ্জ। মহেশখালী উপজেলার সন্ত্রাস কবলিত আতংকিত জনপদের অন্যতম শীর্ষ পয়েন্ট। যা প্রশাসনের চোখে রেড মার্ক করা স্পট। বিপরীত দিকের একটি কারণ অতি সহজে সিংগাপুর,মালেয়েশিয়া,থাইল্যান্ড পাড়ি দেয়ার মতো সমুদ্রপথ রয়েছে বলেই কি দীর্ঘ সময় ধরে একের পর এক প্রকাশ্যে গুলি করে হত্যা করে,খুন, ধর্ষণ মামলা মাথায় নিয়ে, এসব মোস্ট ওয়ানটেড গডফাদাররা সব সময় আইন শৃঙখলা বাহিনীর ধরা ছোয়ার বাহিরে থেকে যায়। গ্যাংলিডার ছৈয়দনুর, রশিদ,ওসমান চেয়ারম্যান পুলিশের গুলিতে কিংবা জনরোষে মারা গেলেও গভীওে থেকে যায় তাদের ক্রাইম ওয়ার্ক। মহেশখালির আলোচিত সব বড় বড় হত্যাকাণ্ড যেমন জিয়া মার্ডার, দিদার মার্ডার, নেসার খুন, বক্কর হত্যা,তাজিয়াকাটার মহিলাসহ জোড়াখুন, সোনাদিয়ার নারী হত্যা, হোসনে আরা বেগম হত্যা, সোনাইয়া হত্যা, ছলিম উল্লাহ খুন, শাকের উল্লাহ হত্যা,আবু তাহের হত্যা, জাফর হত্যা, নুরু মমতাজ আনোয়ার শাপলাপুরের থ্রি মার্ডারসহ কয়েকশত নারী ও শিশু নির্যাতন মামলার হাজারের অধিক আসামী ধরা ছোয়ার বাহিরে। 
এসব আসামী কেন বার বার পুলিশের নাগালের বাহিরে থেকে রয়ে যায়,তা নিয়ে মহেশখালির লাখো মানুষ উদ্যেগ প্রকাশ করেছে। এসব অপরাধীরা সহজেই বেপরোয়া হয়ে আইন শৃঙখলার বিঘœ ঘটাচ্ছে বলে সচেতন মহলের অভিমত। যদিও নাম প্রকাশ না করা কিছু ব্যক্তির দাবি – দুর্বল মামলার এজাহার কিংবা সিএস প্রদানের ফাক ফোকর দিয়ে, আইনের সূক্ষ পথে,বের হয় যায় বেশির ভাগ অপরাধী। কেউ কেউ দাবি করেন প্রশাসন যদি সত্যিকার অর্থে নেতাদের লাল টেলিফোনকে বৃদ্ধাঙ্গাুলী প্রদর্শন করে, দেশের সেবায় কাজ করে তাহলে ২৪ ঘন্টায় অপরাধীদের ক্লিন করতে পারে। উপজেলা ক্রাইমজোন ও পাহাড়ী জনপদ কালারমারছড়া বর্তমানে বাংলাদেশের  আলোচিত ক্রাইম জোন গুলোর অন্যতম ঘাটিতে পরিণত হয়েছে। বিগত দুই যুগের ও অধিক সময় ধরে এই এলাকায় প্রভাব বিস্তার ধরে রেখেছে অপরাধীরা। একের পর এক খুন,হত্যা, ডাকাতি, ধর্ষণ এবং পুলিশে সাথে গুলাগুলি,অস্ত্রের ব্যবসা, রাইফেলের গুলির কারখানা, চিংড়িঘেরে মারামারিসহ অসংখ্য অপরাধের কালো থাবায় শতাধিক পুরুষ ও মহিলা সহ শিশুরা জীবন দিয়েছে এসব খুনীদের হাতে।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া