adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি নিলামে বিক্রি হলো ৯২ লাখ ৮৪ হাজার ৫৩৬ ডলারে

স্পোর্টস ডেস্ক : ১৯৮৬ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যারাডোনার দেয়া ২-০ গোলে জেতা ম্যাচটির একটি গোল ছিলো হাত দিয়ে করা। ওই গোলটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলো। হাত দিয়ে করা গোলটি ‘হ্যান্ড অব গড’ বলেই পরিচিতি পায় বিশ্বব্যাপাী।

বহুল আলোচিত-সমালোচিত সেই গোল করা ম্যাচে দিয়েগো ম্যারাডোনার পরা জার্সি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। আর্জেন্টাইন কিংবদন্তির জার্সিটির মূল্য উঠেছে ৯২ লাখ ৮৪ হাজার ৫৩৬ ডলার। নিলামে বিক্রি হওয়া কোনো ক্রীড়া স্মারকের সর্বোচ্চ দাম এটিই।

লন্ডনে ম্রারাডোনার জার্সিটি নিলামে কুলেছিল নিলামকারী প্রতিষ্ঠান সাদারবিস। ঘোষণা অনুযায়ী বুধবার (৪ মে) ছিল বিডিংয়ের শেষ দিন। ক্রেতার নাম অবশ্য প্রকাশ করা হয়নি। এর আগে ক্রীড়াজগতে ম্যাচে পরা কোনো জার্সির নিলামে সর্বোচ্চ মূল্য উঠেছিল ৫৬ লাখ ৪০ হাজার ডলার। ২০১৯ সালে নিউ ইয়র্ক ইয়াঙ্কিজ কিংবদন্তি বেব রুথের বেসবল জার্সি এই দামে বিক্রি হয়। একই বছর নিউ ইয়র্কে হাতে আঁকা অলিম্পিক ইশতেহার নিলামে ৮৮ লাখ ডলারে বিক্রি হয়। এতদিন নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ক্রীড়া স্মরক ছিল সেটি। – গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া