adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-২০ বিশ্বকাপের কোয়ালিফায়ার সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ টি-টোয়েন্টি কোয়ালিফায়ার-২০১৫ টুর্নামেন্টের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে আইসিসি। আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে ৯ জুলাই থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। শেষ হবে ২৬ জুলাই। দুই গ্র“পের ১৪ দল থেকে ছয়টি দল ভারতে অনুষ্ঠিতব্য ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। ১৮ দিনের এই টুর্নামেন্টে মোট ৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগের দু’টি কোয়ালিফায়ার টুর্নামেন্টেই আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আয়ারল্যান্ড। তাই, আইরিশদের সামনে এবার হ্যাটট্রিক শিরোপার হাতছানি।
আইসিসির পূর্ণ সদস্যবিশিষ্ট ১০ দলের বাইরে থেকে কোয়ালিফায়ার টুর্নামেন্টের মাধ্যমে আরো ছয়টি দল ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে।
গ্র“প ‘এ’: আয়ারল্যান্ড, নেপাল, হংকং, পাপুয়া নিউগিনি (পিএনজি), নামিবিয়া, আমেরিকা ও জার্সি (ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে অবস্থিত)।
গ্র“প ‘বি’: আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, কানাডা, কেনিয়া ও ওমান।
উল্লেখ্য, ৯ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত গ্র“প পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। চারটি কোয়ালিফায়িং প্লে-অফ ম্যাচ হবে ২১ ও ২৩ তারিখে। একদিন পর দুটি সেমিফাইনাল ও ২৬ জুলাই ফাইনালসহ তৃতীয় স্থান নির্ধারণীর প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া