adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদের গোল উৎসব

Cristiano+Ronaldo+celebrates+with+team+mate+James+Rodriguez+after+scoring+the+first+goalস্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের রক্ষণে ত্রাস হয়ে দেখা দিলেন গ্যারেথ বেল। সঙ্গে করিম বেনজেমার হ্যাটট্রিক আর ক্রিস্তিয়ানো রোনালদো জোড়া গোল। ‘বিবিসি’ নামে পরিচিত হয়ে ওঠা আক্রমণভাগের তিন তারকা একসঙ্গে জ্বলে ওঠায় রায়ো ভায়েকানোকে উড়িয়ে দিয়ে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ।

রোববার ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা ভায়েকানোকে ১০-২ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল। বেল একাই করেন ৪ গোল। বেনজেমা ৩টি আর রোনালদো করেন দুটি। অন্য গোলটি দানিলোর।

গত সপ্তাহে ভিয়ারিয়ালের মাঠে হেরে যাওয়া রিয়াল রোববার ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। তৃতীয় মিনিটে গ্যারেথ বেলের সোজা করে বাড়ানো বল ধরে ডান পায়ের নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো।

শুরুতেই এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি রিয়ালের। দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে সান্তিয়াগো বের্নাবেউকে স্তব্ধ করে দেয় ভায়েকানো।

দশম মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার আন্তোনিও আমাইয়া হেডে দলকে সমতায় ফেরান। পরে তারই স্বদেশি মিডফিল্ডার হোসাবেদ সানচেসও হেডে বল জালে জড়ান।
প্রথম ১২ মিনিটেই পিছিয়ে পড়ায় হয়তো আবারও হোঁচট খাওয়ার শঙ্কা জেকে বসেছিল রিয়ালে। তবে তাদের ম্যাচে ফিরতে খুব বেশি দেরি হয়নি।

চতুর্দশ মিনিটে জার্মান মিডফিল্ডার টনি ক্রুসকে বিপজ্জনক ফাউল করায় স্প্যানিশ ডিফেন্ডার তিতো সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ভায়েকানা।

এক জন কম নিয়ে খেলা অতিথিদের উপর রিয়ালের চেপে বসতেও তাই কোনো সমস্যা হয়নি।  ২৫তম মিনিটে তার সুফলও পেয়ে যায় তারা; দানিলোর দারুণ এক ক্রসে স্কোরলাইন ২-২ করেন গ্যারেথ বেল।

তিন মিনিট বাদে চরম ধাক্কা খায় ভায়েকানো; নিজেদের ডি বক্সে স্বাগতিক অধিনায়ক সের্হিও রামোসের শার্ট টেনে ধরায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ মিডফিল্ডার রাউল বায়েনা। সঙ্গে পেনাল্টিও পায় রিয়াল। তা থেকেই দলকে ফের এগিয়ে দেন ক্রিস্তিয়ানো রোনালদো।

৪১তম মিনিটে বল পায়ে অনেকটা দৌড়ে ডি বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন বেল।

দ্বিতীয়ার্ধের শুরুতে স্কোরশিটে নাম লেখান ফাঁকায় দাঁড়ানো করিম বেনজেমা। হামেস রদ্রিগেসের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি স্ট্রাইকার।

৫৩তম মিনিটে রদ্রিগেসের ক্রসে দারুণ এক হেডে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৬-২ করেন রোনালদো।
আট মিনিট বাদে হ্যাটট্রিক পূরণ করেন বেল। পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর আড়াআড়ি পাস পেয়ে প্রথম শটেই লক্ষ্যভেদ করেন টটেনহ্যাম হটস্পার্সের সাবেক এই তারকা।

৭০তম মিনিটে গোলরক্ষকসহ দুজনকে কাটিয়ে নিজের চতুর্থ ও দলের অষ্টম গোলটি করেন গ্যারেথ বেল। ৮০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৯-২ করেন বেনজেমা। 

৯০তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে কোনাকুনি শটে বেনজেমা হ্যাটট্রিক পূরণ করলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ে আপাতত শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে দুই পয়েন্টের ব্যবধানে উঠে এলো রিয়াল। ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।

গতবারের চ্যাম্পিয়নদের পয়েন্ট ৩৫, তবে একটি ম্যাচ কম খেলেছে মেসি-নেইমাররা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া