adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মির্জা ফখরুল বললেন – অবাক কাণ্ড, বাচ্চাদের খেলার মাঠ দখল করে থানা বানানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : দেশে বাচ্চাদের ফুটবল খেলার মাঠ দখল করে থানা বানানো হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ রকম অসংখ্য ঘটনা রয়েছে। আজকে সারা বাংলাদেশের মানুষের কোথাও কোনো নিরাপত্তা নেই, বরং কি করে তাদেরকে আরও বেশি হয়রানি করা যায় সে ব্যবস্থা করা হচ্ছে।’

বুধবার জাতীয় প্রেসক্লাবে শেরেবাংলা জাতীয় যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

প্রসঙ্গত, রাজধানীর পান্থপথের উল্টো দিকের গলির পাশের খালি জায়গা তেঁতুলতলা মাঠ হিসেবে পরিচিত। স্থানীয় শিশুরা সেখানে খেলাধুলা করে। পাশাপাশি মাঠটিতে ঈদের নামাজ, জানাজাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়। এই মাঠে কলাবাগান থানার স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত জানুয়ারি মাসে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই এর প্রতিবাদ করছেন স্থানীয় বাসিন্দারা।

আলোচনা সভায় বিএনপি মহাসচিব নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় বলেন, ‘পুলিশ প্রথমেই বিএনপি নেতাদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, রিমান্ডে নিয়েছে। অথচ সমস্ত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে এ ঘটনার জন্য মূলত দায়ী ছাত্রলীগের সন্ত্রাসীরা।’

তিনি বলেন, ‘আজকে একটা মাত্র পরিবার, একটি মাত্র দর্শন- তাকে সামনে নিয়ে আসার জন্য আজকে সমগ্র বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। প্রেক্ষাপট ছিল- এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। মুজিববাদকে প্রতিষ্ঠা করতে হবে এবং এ ছাড়া আর অন্য কিছু থাকবে না। এখন যেসব শিশুরা স্কুলে পড়ছেন তারা শুধু একজনের নাম জানে অন্য কারও নাম জানে না। এমনকি এখন যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তারাও শেরে বাংলা একে ফজলুল হকের নাম ভুলে যাওয়ার অবস্থায় পৌঁছেছে।’

তিনি বলেন, ‘রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে, বিরোধী দলের রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এই যে মিথ্যাচার, এর জন্যই আমরা প্রতিনিয়ত বলি যে, প্রকৃতপক্ষে আওয়ামী লীগ জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে। আর এ জন্যই শেরে বাংলা ফজলুল হকের মতাদর্শ আমাদের জন্য প্রাসঙ্গিক।’

শেরেবাংলা জাতীয় যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন- সংগঠনের সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার উল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, শেরে বাংলার নাতনি ফাসিনা হক লিরা প্রমুখ।

প্রসঙ্গত, যথাযথ মর্যাদায় শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী পালন করছে বিএনপি। এ উপলক্ষে গণমাধ্যমে বাণীও দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া