adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপের চার দেশ ৪৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করলাে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিক্রিয়া ও ষড়যন্তমূলক কাজে জড়িত থাকার অভিযোগে রাশিয়ার ৪৩ জন কূটনীকিকে বহিষ্কার করেছে ইউরোপের চারটি দেশ। দেশগুলো হল- আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, বেলজিয়াম ও চেক রিপাবলিক।

গতকাল মঙ্গলবার বিকেলে (২৯ মার্চ) সম্মিলিতভাবে এই পদক্ষেপ ঘোষণা করে ওই চারটি দেশ। এর আগে গত সপ্তাহে একই পদক্ষেপ নিয়েছিল পোল্যান্ড। তাদের দেশে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। দেশটিতে রাশিয়ার ২১ জন কূটনীতিক আছে। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে দেশ ছাড়তে বলা হয়েছে। এ ছাড়া, নেদারল্যান্ডসে ১৭ জন, আয়ারল্যান্ডে ৪ জন এবং চেক রিপাবলিক একজন কূটনীতিককে বহিষ্কার করেছে।

এক প্রতিক্রিয়ায় বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইল্মস জানান, তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থেই কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গোয়েন্দা বাহিনী থেকে রুশ কূটনীতিকদের বিষয়ে নেতিবাচক তথ্য পাওয়ায় তাদেরকে বহিষ্কারের কথা জানিয়েছে নেদারল্যান্ড।

চলতি মাসের শুরুতে বুলগেরিয়া, লিথুয়ানিয়া, লাটবিয়া এবং এস্তোনিয়া কূটনীতিক কর্মকাণ্ডে সাংঘর্ষিক হওয়ায় ২০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া