adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৩ বসন্তে ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান

স্পোর্টস ডেস্ক : রোববার (২০ মার্চ) বাংলাদেশ ক্রিকেটের সেই ড্যাশিং ওপেনারের জন্মদিন। ১৯৮৯ সালের ২০ মার্চ তার জন্ম হয়েছিল চট্টগ্রামে। একসময়ের মারকুটে ব্যাটসম্যান এবং বর্তমান বাংলাদেশ দলের নির্বাচক আকরাম খান হচ্ছেন তামিমের আপন চাচা। তার বড় ভাই নাফিস ইকবালও ক্রিকেটার।

এ বছর ৩৩ বছরে পা দিলেন তামিম। এবারের জন্মদিনটা দুর্দান্ত কাটবে বা-হাতি ওপেনারের। সদ্যই তারা দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস রচনা করেছেন এবং সেই ইতিহাসের সাক্ষী তামিমও। প্রথম একদিনের ম্যাচে পোট্রিয়াদের ৩৮ রানে হারিয়েছে বাংলাদেশ। সেখানে তামিমের ব্যাট থেকে আসে ৪১ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের অভিষেক ২০০৭ সালে একদিনের ম্যাচ দিয়ে। ওই বছরের ৯ ফেব্রুয়ারি সফররত জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেন তিনি। এ পর্যন্ত ২১৯ ম্যাচ থেকে ৩৬.৮৫ গড়ে তার মোট রান ৭, ৬৬৬। এর মধ্যে ১৪টি শতক এবং ৫১টি অর্ধশতক রয়েছে। ওয়ানডেতে এক ম্যাচে তার সর্বোচ্চ রান ১৫৮। সম্পাদনা : এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া