adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘অরুন্ধতীর বক্তৃতা অনুষ্ঠানের অনুমতি পুলিশের কাছে চাওয়া হয়নি’

ডেস্ক রিপোর্ট : কৃষিবিদ ইনস্টিটিউটের পর মাইডাসেও অনুষ্ঠানের অনুমতি পুলিশ না দিলেও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা ৪৫ মিনিটে ভারতীয় লেখক অরুন্ধতী রায়ের বক্তৃতা অনুষ্ঠান শুরু হয়েছে।

বিকেলে ডিএমপির একজন উর্ধ্বতন কর্মকর্তা এ প্রতিবেদককে নিশ্চিত করে বলেন, ছবিমেলার বক্তৃতা অনুষ্ঠানের কোন অনুমতি দেয়া হবেনা। অবশ্য পুলিশের কাছে ছবিমেলার পক্ষ থেকে অনুমতিও চাওয়া হয়নি বলে জানা গেছে।

বক্তৃতা আয়োজকদের অন্যতম আলোকচিত্রী শহিদুল আলম বিবিসিকে বলেন, তাদের এই আলোচনা অনুষ্ঠান আয়োজন করা থেকে বিরত রাখা যাবে না। তিনি বলেন, আমরা লড়াকু প্রতিষ্ঠান। আমরা বিকল্প ব্যবস্থা করবো।

এর আগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্স মিলনায়তনে বক্তৃতা অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের অনুমতি সোমবার রাতে প্রত্যাহার করা হয়। এরপর ছবিমেলা মাইডাসে এই বক্তৃতা হবে বলে জানিয়েছিল।

ছবিমেলার আয়োজকেরা জানান, সোমবার রাত ১২টার দিকে তেজগাঁও থানার পুলিশ বক্তৃতা অনুষ্ঠান আয়োজনের অনুমতি বাতিল করা হয়েছে জানিয়ে তাদের চিঠি দেয়।

পরে পুলিশ জানায়, অনিবার্য কারণ বশত ওই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। কেন তা ব্যাখ্যা করেনি পুলিশ।

এদিকে ছবিমেলার পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নিতে যারা নিবন্ধন করেছেন, তাদের নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই আসতে বলা হয়েছিল। তবে বিকেল ৪টা থেকেই শ্রোতারা মাইডাস সেন্টারে আসতে থাকেন।

গত ২৮ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’। এই ‘ছবিমেলা’ চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত। উৎসবে ‘আটমোস্ট এভরিথিং’ শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে গত সোমবার রাতে ঢাকায় আসেন অরুন্ধতী রায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া