adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৮ জিবি র‌্যামের ফোন!

ramডেস্ক রিপাের্ট : বিস্ময়কর ফিচারের স্মার্টফোন নির্মাণে সুনাম আছে টুরিং রোবটিক ইন্ডাস্ট্রিজের। প্রতিষ্ঠানটি গত বছর বাজারে চমক সৃষ্টি করেছিল হ্যাক হবে না, ভাঙবে না এবং পানিরোধী সুবিধার স্মার্টফোন নিয়ে এসে।
 
আর গত সপ্তাহে প্রতিষ্ঠানটির নতুন ‘টুরিং ফোন কেডেনজা’ মডেলের স্মার্টফোনটির অবিশ্বাস্য সব ফিচার শুনে যেখানে সবাই এখনো ধাতস্থ হতে পারেনি, সেখানে এবার প্রতিষ্ঠানটির আরো বিস্ময়কর চমক ‘টুরিং মনোলিথ সেখোন’ নামক নতুন মডেলের আরো একটি ফোন। 
 
‘টুরিং ফোন কেডেনজা’ স্মার্টফোনটির পর এবার ‘টুরিং মনোলিথ সেখোন’ ফোনের ফিচার শুনে, তাজ্জব পুরো বিশ্ব। অ্যান্ড্রয়েড পুলিশের খবরানুসারে জেনে নিন, অবিশ্বাস্য ফিচারগুলো।
 
* ‘টুরিং মনোলিথ সেখোন’ ফোনটি একটি বা দুটি নয় বরং তিনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩০ প্রসেসর চালিত।
 
* র‌্যাম ১৮ জিবি।
 
* সর্বোচ্চ স্টোরেজ ১.২ টেরাবাইট (২৫৬ জিবির ৩টি ইন্টারনাল স্টোরেজ এবং ২৫৬ জিবির ২টি মাইক্রোএসডি কার্ড স্লট)
 
* ২০ মেগাপিক্সেলের ডুয়াল ফ্রন্ট ক্যামেরা, ৬০ মেগাপিক্সেলের আইম্যাক্স ৬কে কোয়াড রিয়ার ক্যামেরা এবং সঙ্গে তিনটি লেন্স।
 
* ন্যানো সিম স্লট ৪টি।
 
* কৃত্রিম বুদ্ধিমত্ত্বা প্রযুক্তির সোর্ডফিশ অপারেটিং সিস্টেম।
 
* ৬.৪ ইঞ্চি ডিসপ্লে (৪কে রেজ্যুলেশন)।
 
* ‘ভয়েস অন’ প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর গলার স্বর শুনে ফোন অন-অফ হবে।
 
* ব্লুটুথ ৫, এনএফসি, ফোরজি এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই।
 
* অসাধারণ সাউন্ডের জন্য মার্শাল ইক্যুয়ালাইজর।
 
* ৩৬০০ এমএএইচ গ্রাফেন সুপার ক্যাপাসিটর ব্যাটারি, ২৪০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি হাইড্রোজেন ফুয়েল সেল ব্যাটারি।
 
অন্যদিকে ‘টুরিং ফোন কেডেনজা’ স্মার্টফোনটিতে রয়েছে দুটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩০ প্রসেসর, ১২ জিবি র‌্যাম, ৫.৮ ইঞ্চি ডিসপ্লে (২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল রেজ্যুলেশন), সর্বোচ্চ ১ টিবি স্টোরেজ, ২৪০০ এমএএইচ গ্রাফেন ব্যাটারি, ১৬০০ এমএএইচ লিথিয়াম আয়ন হাইড্রোজেন ফুয়েল সেল ব্যাটারি। বাকি ফিচারগুলো একই।
 
তবে অবিশ্বাস্য এসব সুবিধার স্মার্টফোন হাতে পেতে অপেক্ষা করতে হবে। টুরিং রোবটিক ইন্ডাস্ট্রিজের সিইও স্টিভ চ্যাও জানিয়েছেন, টুরিং ফোন কেডেনজা স্মার্টফোনটি বাজারে আসবে ২০১৭ সালে এবং টুরিং মনোলিথ সেখোন বাজারে আসবে ২০১৮ সালে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া