adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তুরস্ক বাংলাদেশের সাথে ব্যবসা দ্বিগুণ করতে চায়

ডেস্ক রিপাের্ট : বাংলাদেশের সাথে ব্যবসা দ্বিগুণ করতে চায় তুরস্ক। দেশটির রাষ্ট্রদূত মোস্তাফা ওসমান তুরান বলেন, এ বছরের মধ্যে বাণিজ্যের পরিমাণ হতে পারে ২০০ কোটি ডলার। তবে এ জন্য বিদেশি বিনিয়োগ আরও সহজ করার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা কমানোর তাগিদ দিচ্ছে তুরস্ক।

ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে মোস্তাফা ওসমান তুরান কাজ শুরু করেন ২০২০ এর জানুয়ারিতে। তখন দু’দেশের ব্যবসা বাণিজ্য ছিল মাত্র ৮৫০ মিলিয়ন ডলারের। এখন তা বিলিয়ন ছাড়িয়েছে, পরিমাণ ১ দশমিক দুই বিলিয়ন ডলার। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় তুরস্ক।

মোস্তাফা ওসমান তুরান বলেন, আমাদের ব্যবসা বাণিজ্য বাড়ছেই। এরই মধ্যে এটি এক বিলিয়ন পার হয়েছে। চলমান ধারা অব্যাহত থাকলে এটি আরও বাড়বে।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে তুর্কী দূত বলেন, অবকাঠামো, জ্বালানি বিশেষ করে এলপিজি, জাহাজ নির্মাণ ছাড়াও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী তাদের বিনিয়োগকারীরা। সেজন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চায় দেশটি।

স্থানীয় উদ্যোক্তাদের তুলনায় বিদেশিদের সুযোগ কম দাবি করে রাষ্ট্রদূত বলছেন, বিনিয়োগ পদ্ধতি আরও সহজ করা দরকার। স্থানীয়দের সাথে বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার ব্যবধান অনেক। এছাড়াও বিভিন্ন জায়গায় অনেক দৌড়াদৌড়ি করতে হয়। এসব প্রক্রিয়া আরেকটু সহজ করা জরুরি।

তুরস্কের জরিপ জাহাজ সর্বাধুনিক দাবি করে বাংলাদেশের গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানেও আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া