adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে বিনিয়োগে বাধা আমলাতান্ত্রিক জটিলতা ও সুশাসনের অভাব, যা বলছেন জার্মান রাষ্ট্রদূত

ডেস্ক রিপাের্ট : বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগও বাড়াতে চায় জার্মানি। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার বলছেন, অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা আর সুশাসনের অভাব এক্ষেত্রে বড় বাধা বলে মনে করেন জার্মান উদ্যোক্তারা। এছাড়া টেন্ডারেও বিদেশি বিনিয়োগকারীরা বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ তার।

বাংলাদেশি পোশাক শিল্পের বড় বাজার ইউরোপের প্রভাবশালী দেশ জার্মানিতে। ২০১৯ সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৬ বিলিয়ন ডলার। করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতির গতিশীলতার প্রশংসা করেন দেশটির রাষ্ট্রদূত। জার্মান রাষ্ট্রদূত বলেন, গত ১৫-২০ বছরে বদলে গেছে বাংলাদেশ, আর এর কৃতিত্ব এদেশের সাধারণ মানুষের। তিনি বলেন, ৫০ বছরের বাংলাদেশের উন্নয়ন অবাক করার মত। বর্তমান বাংলাদেশের সাথে ২০ বছর আগের বাংলাদেশকে মেলানো সত্যিই কঠিন। এদেশের পরিবর্তনে অন্যতম বাণিজ্য অংশীদার হতে পেরে গর্বও প্রকাশ করেন এই কূটনীতিক।

এদেশে উন্নয়ন সহযোগিতার পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রও চিহ্নিত করেছে দেশটি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিবেশবান্ধব বিদ্যুৎ ও জ্বালানি খাত। ট্র্যোস্টার বলেন, আমরা এদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবো। পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনেও তাদের আগ্রহ রয়েছে বলেও জানালেন তিনি।

জার্মানির উদ্যোক্তারা অবশ্য বিনিয়োগে কিছু চ্যালেঞ্জের কথাও জানিয়েছেন রাষ্ট্রদূতকে। তাদের চাওয়া, সহজ হোক বিনিয়োগ প্রক্রিয়া। আর কাজ পাওয়ার ক্ষেত্রে নিশ্চিত হোক সুশাসন। জার্মান রাষ্ট্রদূত জানালেন, পদ্ধতিগত জটিলতা অনেক, আছে সুশাসনের অভাবও। স্থানীয়ভাবে দক্ষ মানুষও কিছু ক্ষেত্রে কম। এসব নিয়ে সত্যিই নানারকম জটিলতায় পড়েন বিদেশি বিনিয়োগকারীরা। আবার দরপত্রেও স্থানীয়দের সাথে বৈষম্য থাকে। এসব সমাধান করতে পারলে এদেশে বিনিয়োগ অনেক বাড়বে।

জাতিসংঘসহ বিভিন্ন বহুজাতিক ফোরামে বাংলাদেশের পাশে থাকার কথাও জানান এই রাষ্ট্রদূত। – যমুনাটিভি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া