adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অধিনায়ক হিসেবে জো রুট সেরাদের একজন, বললেন ইংল্যান্ড কোচ সিলভারউড

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ম্যাচ জয়ের হিসেবে ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক জো রুট। অথচ তার অধিনায়কত্ব নিয়ে প্রায়ই সমালোচনা শোনা যায়। তবে এবার ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড জানালেন, ইংল্যান্ডের অন্যতম সেরা অধিনায়কদের একজন হতে পারেন রুট।

হেডিংলি টেস্টে ভারতকে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সমতায় ফেরে ইংল্যান্ড। আর এই টেস্ট জিতে অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ২৭ টেস্ট জয়ের রেকর্ড গড়েন রুট। এ সময় তিনি পেছনে ফেলেন মাইকেল ভনকে। রুটের এমন কীর্তির পর সিলভারউড বলেছেন ইংলিশ অধিনায়কদের মধ্যে অন্যতম একজন হওয়ার যোগ্যতা আছে রুটের।

তিনি বলেন, ইংল্যান্ডের অন্যতম সেরা অধিনায়কদের একজন হওয়ার যোগ্যতা রুটের আছে। এটা দারুণ যে, রুট এই রেকর্ড নিজের করেছে। তার সামনে আর কেউ নেই, সে এটি অর্জন করেছে। যদি আমরা অ্যাশেজ জিততে পারি তাহলে আরও একবার তাকে নিয়ে গর্ব করতে পারব।

সিভারউড মনে করেন রুট এখনও শিখছেন এবং ভুল থেকে শিক্ষা নেওয়া একজন অধিনায়কের বড় গুণ। তার মতে ইংলিশ অধিনায়কের সঙ্গে তার বুঝা-পড়াটাও দারুণ এবং দুজনের সম্পর্ক খুবই ভালো পর্যায়ে রয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি সে সব সময় শিখছে। লর্ডসে তার নেওয়া কিছু সিদ্ধান্তের পুনরাবৃত্তি করেছিল এবং আমি তাকে বলেছি। সময়ের সাথে সাথে সে শিখছে। একজন অধিনায়কের জন্য এটি একটি বড় বৈশিষ্ট্য। তিনি আরও যোগ করে বলেন, জো এবং আমার সম্পর্ক খুবই ভালো। অধিনায়ক হিসেবে এবং একই সাথে ব্যাট হাতেও সফল হলে এটা তার জন্য হবে অসাধারণ। সে দারুণ সময় পার করছে এবং আমি সত্যিই তা উপভোগ করছি। – ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া