adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আধুনিক স্টেডিয়াম নির্মাণে ফিফা থেকে হাজার কোটি টাকার অনুদান পাচ্ছে বাফুফে

স্পোর্টস ডেস্ক : ফিফার এই অনুদান পাওয়া গেলে থেমে যেতে পারে শত কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে ঘিরে চলমান সংস্কার কাজ। ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে ফিরলেই এ নিয়ে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। বাফুফের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করলেও চলমান প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা এনএসসির সচিব জানালেন, আনুষ্ঠানিকভাবে এখনও তারা কিছু জানেন না।

শুরু হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। এরই মাঝে প্রেস বক্সের উপরের ভিআইপি লাউঞ্জের কাজ প্রায় অর্ধেক শেষ। মেগা এই প্রকল্প শেষ করার মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। তার আগেই অবশ্য দেখা দিয়েছে প্রকল্পটির কাজ স্থগিতের শঙ্কা। তবে তা সরকারি কোনো নির্দেশনার কারণে নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা হাজার কোটি টাকার বেশি বরাদ্ধ দিচ্ছে বাফুফেকে। যার পুরোটাই ব্যয় করতে হবে একটি আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ আধুনিক স্টেডিয়াম তৈরিতে। ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে ফিরলে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। আধুনিক পূর্ণাঙ্গ স্টেডিয়াম তৈরিতে ফিফার অনুদান মিললে চলমান প্রকল্পের ভবিষ্যত কী হবে? এমন প্রশ্নের উত্তরে এনএসসির সচিব জানালেন, তখন আইন মেনেই সিদ্ধান্ত নেয়া হবে।

ফিফার মাধ্যমে এই প্রকল্পের অর্থায়ন হলেও নেপথ্যে রয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আপাতত বাফুফে এ নিয়ে নিশ্চুপ থাকলেও জানা গেছে দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তারা। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া